আমাদের কথা খুঁজে নিন

   

উপেক্ষিত অপেক্ষা।।

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

প্রহর নিত্য নৈমিত্তিক নেই নেই সময়ের অবহেলা ..... রয়ে গেছে অসীমের হাতছানি- আকাশের অশ্রুধারা ......... হাতছানি দিয়ে ডাকছে অদূর অতীত; যেখানে ছবিগুলো নৈসর্গিক। কিন্তু অতীত নির্বাসনের অধিকার প্রযুক্তি দেয়নি- যেখানে ফিরলে হয়তো শালিকজোড়া হাসবে, সজীব কণ্ঠে গান গাইবে লাল কৃষ্ণচূড়া, ছোট্ট ঢিবিতে শরীর এলিয়ে চিন্তার নেশা কাটাবে- দুজোড়া চোখ। পা জোড়া আটকে আছে বর্তমানের চোরাবালিতে। উপেক্ষার নির্বাসনে স্থবির অপেক্ষায় আমরা ভবিষ্যতের স্বপ্নালোকের ।। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।