আমাদের কথা খুঁজে নিন

   

‌‌‌'জিহাদী বই' নয় 'সন্ত্রাসী বই' বলাই কি শ্রেয় নয়_______?

ইইসমাইল

প্রায়ই এই টাইপের সংবাদবাক্য আমরা দেখি...... রাজধানীতে জেহাদি বইসহ শিবিরকর্মী আটক: রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডে একটি মেসে তল্লাশি চালিয়ে জেহাদি বই, চাঁদার রশিদসহ শিবিরকর্মী মো. দাউদকে আটক করেছে পুলিশ। " ......................... ইসলামে জিহাদ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যারা জিহাদ করে ইন্তেকাল করেন তাদেরকে 'শহীদ' বলা হয়। আর যারা বেঁচে থাকেন তারা হন 'গাজী'। তাছাড়া পবিত্র কোরআন শরীফেই জিহাদের হুকুম-আহকাম নিয়ে অনেক বিষয় বর্ণনা আছে.....তাহলে কি কোরআন শরীফকেই ‌কথিত 'জিহাদী বই' বলতে হবে? হাদীস শরীফের কথাতো রইলোই।

মূলত ইসলামবিদ্বেষী মহলরা খুবই সূক্ষ্মভাবে এধরনের কিছু ইসলামী শেয়ারের শব্দকে হেয় ও অবজ্ঞা করার জন্য এভাবে ব্যবহার করছে। আর অসতর্ক মুসলিম লেখক-সাংবাদিকরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। যা মূলত ইসলামী বিশেষ বিশেষ অনুষঙ্গকে হেয় করার অচেষ্টার একটি নমুনা। ইসলাম কখনোই উগ্রতা-সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। বরং ধর্মব্যবসায়ীরাই ইসলামকে ব্যবসার মাধ্যম বানিয়ে জিহাদ' নামক পবিত্র বিষয়কে যাচ্ছেতাই বিকৃত করে ফায়দা লুটতে চায়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.