আমাদের কথা খুঁজে নিন

   

তবুও ভালোবাসি

নিতান্তই আজাইড়া মানুষ আমি।

চেয়েছিলাম তোমার চোখে তুমি বললে- এসো হারাও। চেয়েছিলাম, একটু কাছে, তুমি বললে, হাতটা বাড়াও... আজ তোমার কথায়, তোমার ছন্দে, তোমার ছায়ায়, তোমার গন্ধে, যখন আমি দিশেহারা, তুমি বললে- ভালো আছো, আমায় ছাড়া। তোমার এখন অনেক আলো, ছড়িয়ে রাখো ঘাটে-মাঠে, শুধু আমার জন্য জমাট আঁধার ওরাই আমার কাছে থাকে তোমার আলোয়, তোমার ভালোয়, তোমার মায়ায়, তোমার ছোঁয়ায় আমি অবাক চোখে তোমাকে চাই। বুকের বাঁ দিকেই তো যত্নে ছিলে সেই শুন্য বাড়ি যখন তখন গুমড়ে ওঠে তোমায় ভাবে, খুঁজে বেড়ায় হাহাকারে মরে কারা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।