আমাদের কথা খুঁজে নিন

   

লেবার ডে ও সান্তাল নারী শ্রমিক

আমি বাংলার...।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোশহরের হে মার্কেটে ৮ ঘন্টা কাজের দাবি নিয়ে যে আন্দলোন করেছিল তাঁকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ১লা মে বিশ্ব লেবার ডে পালিত হয়। শ্রকিদের দ্রোহের প্রতিক এই ১লা মে। আমাদের দেশে নারী শ্রম বিভিন্ন ভাবে উপেক্ষিত। বিশেষ করে আদিবাসী সান্তাল নারী শ্রমিকের চিত্র আরো ভয়াবহ।

আমি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নারী শ্রমিকদের কিছু তথ্য তুলে ধরছি। এই উপজেলার সংখ্যা লঘুদের মধ্যে সন্তাল উন্নতম। প্রায় ১৬ হাজার সন্তাল আদিবাসীর আবাস ধামইরহাট উপজেলায়। এরা প্রায় সবায় কৃষি শ্রমিক। পরিবার কাঠামো অনুযায়ী সন্তাল মহিলারা মাঠে-ঘাঠে কজ করে থাকে।

(ইদানিং অবশ্য আদিবাসী পুরুষরাও কাজ করছে। )এই সন্তাল নারী শ্রকিকরা সকাল ৭টায় কাজে যোগ দেয় টানা দুপুর ১টা পর্যন্ত কাজ করে তার পর ১ঘন্টার বিরতি। এই বিরতির সময় অনাদিবাসী পুরষ শ্রমিকরা যেখানে পেট পুরে ভাত খায় সেখানে আদিবাসী নারী শ্রমিকদের দেয়া হয় দু’মঠো চাউল ভাজা সাথে ১টা পোড়া লঙ্কা গিরাস্ত (মালিক) ভাল হলে সাথে থাকে এক চিমটি গুড়। পেটে এই জামিন দিয়ে আবার ২টা থেকে কাজ শুরু। তখও অনাদিবাসী শ্রমিকরা বিড়ি ফুকছে আর গল্প করছে।

সূর্য ডোবার আগ পর্যন্ত চলে সে কাজ। দরমা(পারিশ্রমিক)এর ক্ষেত্রে এরা পায় অনাদিবাসী শ্রমিকের অধের্ক। কিন্তু শষ্যের শিল্পীখ্যাত এই আদিবাসী শ্রমিকদের ন্যায্য দরমা থেকে কেন বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে করো কি কিছু করার নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.