আমাদের কথা খুঁজে নিন

   

সিডন্সের মন্তব্যের জন্য আইসিসিতে যাবে বিসিবি



বাংলাদেশের ক্রিকেট নিয়ে বৃহস্পতিবার ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে অনেক কথাই বলেছেন সাবেক কোচ জেমি সিডন্স। তবে তাঁর এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সভাপতির আ হ ম মোস্তফা কামাল জানান, জেমি সিডন্স কোচ হিসেবে বাংলাদেশে তিন বছর কাজ করেছেন। আমরা সবসময় তার কাছ থেকে ফিডব্যাক প্রত্যাশা করেছি। কিন্তু কোচ থাকাকালীন সময়ে তিনি কেন আমাদের এসব ব্যাপারে জানাননি।

আর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কোন ব্যক্তি এমন কথাবার্তা বলতে পারেন কিনা সেই বিষয়ে জানতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) খোঁজখবর নেবো আমরা। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটের নানাবিষয় নিয়ে কথা বলেছেন এই অস্ট্রেলিয়ান। সিডন্স বলেন,“আমার যা বলা উচিত তার চেয়ে বেশি বলেছি আর সে কারণেই সম্ভবত আমাকে বিদায় নিতে হয়েছে। কিন্তু আমি তাদের ভালোই চেয়েছি। আমি চেয়েছি তারা উন্নতি করুক এবং আমি জানতাম কেন বাংলাদেশের ক্রিকেটাররা পারছেন না।

সেজন্য চেয়েছিলাম সবাই যেন আমার কথাগুলো শোনে। ” তিন বছরের দায়িত্বপালনকালে বোর্ড ও ক্রিকেটারদের খুব কাছ থেকেই দেখেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। দলের উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন কিন্তু সেভাবে না হওয়ায় কিছুটা মনোুণœ তিনি,“দলের জন্য কী করতে হবে সেটা সম্পর্কে প্রত্যেকেই জানেন কিন্তু সেটা করা হয়নি বলেই মনে হয়েছে। হয় তাদের কাছে টাকা ছিল না বা তারা জেনেও সেটা করেনি সে সম্পর্কে আমি নিশ্চিত নই। ” “অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে আমরা সবাই মিলেই সেটা সমাধান করার চেষ্টা করি এক্ষেত্রে সবাই তাদের মতামত প্রকাশ করে।

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সম্ভবত সেভাবে বেশি র্দূ এগোনো সম্ভব নয়। আপনাকে এ ব্যাপারে খুবই সতর্ক হতে হবে এবং সঠিক লোকদের সঙ্গে কাজ করতে হবে। ” সিডন্সের মতে, সত্যিকারের ক্রিকেট জাতি হিসেবে বেড়ে উঠতে হলে বাংলাদেশকে অবশ্যই সংকীর্ণ রাজনীতি ও সিদ্ধান্ত হীনতা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বকাপের পর বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর শেষে সিডন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.