আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে ব্যর্থ হলে সব দোষ কি সিডন্সের ঘাড়ে পরবে??

আমি ভালো নেই, কিন্তু আপনি ভালো থাকবেন প্লিজ

বাঙালি ভালো কোনো কিছুকে ধরে রাখতে পারে না। সম্প্রতি নিউজিল্যান্ডের সাথে যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আমাদের প্রত্যাশা আকাশে গিয়ে ঠেকেছে। ক্ন্তিু বাংলাদেশ দল কি আমাদের এই আশা রমটাতে পারবে?? বাংলাদেশ দলের যে ধারাবাহিকতা, তাতে তো মনে হয় নাকানি চোবানি খাবে। যদি ব্যর্থ হয়, দায় কে নিবে? বাঙারিদের যে বুদ্ধি, সবাই তো বিন দেশি সিডন্সের ঘাড়ে দায় চাপানোর জন্য উঠেপড়ে লাগবে। এমনিতে এখনই দলের কযেকজন প্রভাবশালী(!!!) খেলোযাড়ের সাথে সিডন্সের সম্পর্ক ভালো যাচ্ছে না।

মিডিয়াগুলোও মাতব্বরি মুরু করেছে। তখন তো এরা (প্রভাবশালীরা) মুখে তুবরি ফোটানো শুরু করবে। মিডিয়া তাতে ফুয়েল জোগাবে। নির্বাচকমন্ডলীদেরকেও তখন আর সিডন্সের পাশে দেখা যাবে না। সিডন্সের ভবিষ্যৎ ভেবে মায়া হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।