আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন

হারিয়ে যাইনি এটাই জরুরি খবর

ব্লগিং ব্যাপারটা এখনো ঠিকমতো আয়ত্তে আসে নি। আশা করি অতিশীঘ্রই ভালো ভাবে ব্লগিং শুরু করতে পারব। আপাতত আমার কাজ অন্যদের ব্লগ পড়া এবং মনে মনে চিন্তা করা এই লেখাটা আরও কিভাবে ভালো হতে পারত। হয়তো মনে মনে অন্যের লেখার তুমুল সমালোচনা করি। যদিও নিজে যখন ব্লগিং করব, আমার ব্লগ নিয়েও সমালোচনা কম হবে না।

যাই হোক, ব্লগিং সম্পর্কে আমার ব্যাক্তিগত কিছু ধারনা তৈরি হয়েছে। ব্লগিং এর ভালো অনেক দিক চোখে পরার মত। এখানে একটি পোস্ট এ যে কোনও ব্লগারের মুক্ত মতামত প্রদানের পূর্ণ অধিকার আছে। ব্লগের একটি পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। ব্লগ পড়ে পড়ে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জেনেছি, যা আগে জানতাম না।

পত্রিকা পড়ে যেকোনো বিষয়ে জানা যায় কিন্তু তা সম্পর্কে সাধারণ মানুষের মুক্ত মত জানা যায় না। অনেক পোস্ট এর কমেন্ট এ অন্যান্য ব্লগাররা সেই বিষয় সম্পর্কিত আরও কিছু তথ্য দেয়, যা হয়তো সেই পোস্ট দাতার অজানা ছিল। এর ফলে যে পোস্ট লেখে এবং যারা তা পড়ে, উভয় পক্ষই উপকৃত হয়। আমার এই পোস্টটি তেমন গুরুত্বপূর্ণ কিছু না। অনেকদিন পর হয়তো কোনও একদিন ভালো ব্লগার হব, সেই সেই সময় আমার এই পোস্টটি আমাকে আবার একজন কাঁচা ব্লগারের স্মৃতি মনে করিয়ে দেবে।

ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসিও আসতে পারে। সবাই ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।