আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন

"হার্টলেছ"

গত বৎসর জুন কিংবা জুলাই মাসে আমি একটা মোবাইল ফোন ক্রয় করি যার ব্রান্ড নেম Maximus মডেল V90 । চায়না সেটের মধ্যে মোটামোটি ভাল মানেরই বলা চলে দীর্ঘ আট নয় মাস চলার পর হটাৎ করে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। নিয়ে গেলাম গুলশানে সিমেন্সের কাষ্টমার কেয়ারে। ডিসপ্লে রিপ্লেস করে দিল। যদিও এখন টাচ্ কাজ করেনা তবুও ভাল। কিন্তু দুঃখের বিষয় এই সেট দিয়ে কোন দিন ইন্টারনেট এক্সেস করতে পারি নাই, এমএমএস পাঠাতে পারি নাই (আমি গ্রামীন ফোন ইউজার)। কিন্তু মডেম হিসাবে ব্যবহার করেছি বহুদিন। এই সেটের কোন ওয়েব সাইটও আজ পর্যন্ত খুজে পাই নাই। কোন ব্লগার বন্ধু এই ব্যাপারে কি কোন সাহায্য করতে পারবেন? যেমন উক্ত সেটের উৎপাদনকারীর ওয়েব সাইট, ম্যানুয়াল সেটিং ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।