আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন

গান শুধু গান !!!

এক একটা দিন দুর্বিসহ, এক একটা সময় অসহনীয় । মন ভাল থাকে না । মন ভাল থাকলেও খারাপ হতে সময় নেয়না । নিজের খেয়ে বনের মোষ তাড়ানো বেশি কষ্টকর বা অভিমানের । যখন কেউ বুঝতে পারে না বা বুঝতে চেষ্টা করে না সেটা বেশি কষ্টকর ।

মনে হয় সব ছেড়ে পালাই । হারায় যায় অতীত বর্তমান ভবিষ্যতকে ফাকা রেখে । ধুর!! জীবনের কোন মানে নেই । মানে নেই এই বিশ্রামহীন চলারও । রাগে ভেঙ্গেচুরে দুমড়ে মুচড়ে ফেলতে ইচ্ছা করে ।

ইচ্ছা করে পাখির মত উড়ে যেতে দূরে কোথাও । কিসের জন্য দরকার এই লেখাপড়ার, কিসের জন্য দরকার বনের মোষ তাড়িয়ে বেড়ানোর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।