আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

মালিবাগ মোড় ফেলে ডানে ঘুরে আরেকটু এগুলেই বায়ে যে সুদৃশ্য ভবন, মেয়েটির বুকের মতোই টান টান উঁচু হয়ে আছে, তার বুক বরাবর চয়িতার বাস। ওটা যে আসল ঠিকানা নয়- হয়তো সে জানে, হয়তো জানে না। লিফটের বাটন চেপে উদ্ভ্রান্ত বেরিয়ে এলে তখুনি সে হয়ে ওঠে নারী, না অপূর্ণ রমণী, কী করে জানবে সে ? কখনো কি এসেছে তার এলোমেলো করে দেয়া লুঠেরা-সময় ভাঙা তুখোড় বিকেল ? পাখির সবুজ শীষে ওঠেনি কেঁপে যার গোপন শরীর বৃক্ষের বাকল ছুঁয়ে পায়নি যে শিকড়ের ছুঁয়ে থাকা মোহন গরল বা আয়নার জলভাষা এখনো খোলেনি যার আপন বিস্ময়, সে কি জানে ?- লুণ্ঠন স্পৃহাতেই শুধু পুরুষেরা হয়ে ওঠে আকণ্ঠ প্রেমিক; আর প্রেমিকা হবে তো সেই- রক্তে যার জেগে ওঠে লুণ্ঠিত হবার সাধ ! এসব না জানলেও- লিফটের বাটন চেপে কতোবার উঠে যাবে সে, অথবা নামবে আরো নীচে আরো নীচে আরো নীচে ! মাটির সমান্তরেখায় তার কখনো কি ঠাঁই হবে আর ...? (০২/০৪/২০০৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।