আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গে গেলে যা যা আবদার করবো


নাস্তিকদের জন্য এই পোস্ট নয়। যারা আস্তিক আছেন, তারা হয়ত এটাই ভাবেন, পরজন্মে স্বর্গে যেতে পারবো। আমি যদি যেতে পারি, তবে আমি কি কি করবো/ করতে চাইবো, সেটার একটা লিস্টি দিলাম। ১। সবার আগে সামুর মতো একটা ওয়েবসাইট বানাবো।

নাম হবে http://www.somewhereinheaven.net ২। সকল বাংগালীকে জোরপূর্বক সামুতে রেজিষ্টেশন করাবো, এবং প্রথম দিন থেকেই সেইফ/ নিরাপদ স্ট্যাটাস দিবো। ৩। সামুর মডারেটরডের সপ্তাহে ২ বার করে জেনারেল করবো। ৪।

ছবি আপলোড করার পদ্ধতিটা পরিবর্তন করবো, আস্তো ফোল্ডার আপলোড করার ব্যবস্হা করবো। ৫। সকলের প্রাণের দাবী, মাইনাস ফেরত আনবো। একজন ব্লগারের একই নিক দিবে সর্বোচ্চ ১০ টা করে মাইনাস দেওয়ার ব্যবস্হা রাখবো। ৬।

মাইনাস থাকাকালীন যারা আমাকে মাইনাস দিয়েছিল, সবাইকে খুজে বের করে ব্যান করে দিবো। ৭। যারা আমাকে গালি দিয়েছিল , তাদের কমেন্ট জনমের জন্য বন্ধ করে দিবো। ৮। স্বর্গে যেহেতু কেউ মিথ্যা বলতে পারবে না, তাই সকল রাজনীতিবিদ (যদি তারা স্বর্গে যেতে পারে আর কি,) দের নিজ নিজ জীবনী ব্লগে লিখা বাধ্যতামূলক করে দিবো, যাতে সকলে তাদের স্বরুপ চিনতে পারে।

৯। ডুয়েল সিম, ট্রিপল সিমের মতো মাল্টিনিক একসাথে লগইন করার ব্যবস্হা করবো। ১০। ব্লগের ফ্রন্টপেজ টা ২ কিলোমিটার লম্বা করবো, যাতে কেউ অভিযোগ করতে না পারে, তার লিখা দ্রুত প্রথম পেজ থেকে সরে গেছে। ১১।

সব পিটিসিওয়ালাকে বিলিওনিয়ার বানাইয়া দিবো, যাতে তারা আর টাকা পয়সা নিয়ে চিন্তা না করে, সামুতে যাতে টাকা পয়সা নিয়ে আর বিজ্ঞাপন না দেয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।