আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দের ছায়া

ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ

ইব্রাহীম খলিল নৈঃশব্দের ছায়া ভুলের রেশ ঝুলছে মস্তিষ্কে… এক পা-দুই পা করে বিলুপ্ত হচ্ছে- কর্মস্থল জয়ী শতাব্দীর অলস পথ। বিরান সে পথে, বিরাজমান নৈঃশব্দে একটি ছায়া- অভ্যর্থনা জানাবে বলে, আজও চঞ্চল হোতে ভোলেনি। জানি- অদৃশ্য সে দৃশ্যায়িত হতে-হতেই- ঘর অন্ধকার হবে, রবীন্দ্র বাজবে নজরুল গাইবে বেটোফেন সুর তুলবে… তার হৃদস্পন্দন, হৃদ্য হতে-হতে- এ দেহ নিস্তেজ হবে, বিছানার প্রতিটি বালিশ ফিস্-ফি্স্ করবে- লজ্জা পাবে-লুকোবে। জীবনটা যে বাস্তবের খুব কাছ দিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু-একটু ঘর্ষন ও খাচ্ছে- একদিন হয়তো বাস্তবের সাথে মিশে- বাত্যাচুল্লির অপদ্রব্য হবে… কর্মস্থল তো দায়িত্ব বোঝে- মন বোঝে না… হৃদয় বোঝে না……!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।