আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দের পূজারী কবি

আধা পাকা শশ্রু মুখে,আরশিতে দেখি দুরন্ত কিশোর বেলা
জীবন নদীর বালুচরে,ভাঙিছে গড়িছে কত না পুতুল খেলা !

চিমটি কাটার দিন যে গেল, গেল বউচি রাঙা ভোর
ক্রিকেট খেলায় হারিয়ে গেল, দাদুর মোহন বাঁশির সুর !

হারিয়ে গেছে নিশিত রাইতে, পাকা আম কুড়ানোর সুখ
ধানের ক্ষেতের আল গড়িয়ে, তোমার বিজলি আঁকা মুখ !

লাউয়ের কচি ডগার মত, তোমার কচি মুখের মায়া
আমার মনের উপর পড়েছে, যার দীঘল কেশের ছায়া !

মাঠের পরে মাঠ পেরিয়ে, তূলতে যেতাম একটি বকুল ফুল
আধো লাজে তোমার কানে, পরিয়ে দিতাম গজ মোতির দুল !

আটই ফাগুন প্রভাত ফেরি, নাইকো চোখে এক রত্তি ঘুম
সারারাতই চলত মোদের, নানা রঙের ফুল চুরির ধুম !

স্কুলের পড়া ফাঁকি দিতাম, গোল্লাছুট খেলতে যেতাম মাঠে
এক সাথে নাইতে যেতাম, রাজবাড়ির শান বাঁধানো ঘাটে !

বারেক স্যারের জালি বেত আর অংক পরীক্ষার ভয়
ডুবের পরে ডুব দিতাম, একটু যদি সর্দি জ্বর হয় !

আমার হাতে থাকত লাটাই, তোমার হাতে থাকত ঘুড়ি
এরই মাঝে কখন জানি, গেল তোমার টুনটুনি মন চুরি !

এমনি করে বেলা গেল, এখন কোথায় আছি আমি
কার ঘরের সন্ধ্যা প্রদীপ, আজি জ্বালিয়ে দাও গো তুমি !

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।