আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দের আর্তনাদ

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি
তারে দিয়েছ নির্নীমেষ অসীম শূন্যতা অন্ধকার অন্তর্দহনে সেই দূরত্ব পেয়েছে অখন্ড ব্যপ্ততা বাতাসে যখন ঘাসের ফিসফাস ঐকতান বেদনায় তপ্ত হৃদয় হাহাকারে অনির্বান। আকন্ঠ ডুবে স্নান করে সে শ্যামল ভেজা রোদে যদি আসে ডাক তার, হারাবে নিথর নীরব কুয়াশা রাতে! রোদ পোড়া জলে গভীর গহীনে খুঁজে নিবে শুধু তারে। যার বসবাস হৃদয় ভাঙ্গা বন্য চাওয়ার মাঝে! তারে নিয়ে অতি সঙ্গোপনে হৃদয় দোলায় ভাসে! এ কেমন মিথ্যার প্রাঞ্জলতা, বাহুল্যতা সর্বনাশে। ঘাসের ঘরে আকাশ ছিল বিষন্ন ভাস্কর্য অনুভূতির অরোরা কাদে, হারিয়েছে সর্বস্ব। আর কতকাল নক্ষত্র গুনে কেটে যাবে বহু রাত আর কত দীর্ঘশ্বাসেরা করবে রজনী পার। মুক্তি দাও হে অসীম ভালবাসার মুক্তি ঘটুক প্রেম হোক প্রাচীন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।