আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দের প্রহসন!!!



ঝড়া পাতা ঝরে যেতে দেখেছি ঋতু বদলের হাওয়ায়... পাতার নীরবে ঝরে যাবার অভিমান কি কখনও জানতে চেয়েছ? বিবর্ণতাই কিন্তূ তাকে নতুন বর্ণ দিয়েছে; এরকম ঝরা পাতা আমি কুড়িয়ে এনেছি ওগুলো হবে আমার অভিমানের সঙ্গী... রঙ্গীন স্মৃতিগুলো বিবর্ণ করতে চাই! ........... আমিও বিবর্ণ হতে চাই! ছাইদানিটা প্রতি রাতেই ভরে যায়। কেউ হয়তো এই প্রহসনের মানে খুজতে পারে! আমি অবশ্য মাঝে মাঝে নিজেকেই ঈর্ষা করি...... কতটা মাতাল হয়েছি আমি! নিজের কান্না নিজেই লুকোতে পারি নিজের কষ্ট নিজেকেই শোনাতে পারি হৃদয়ের কবিতার পাতা নিজেই ছিড়তে পারি নিজেকে অবিন্নস্ত করতে আর কষ্ট হয়না......... জানি ফিরে আসবার কোনও প্রয়োজন নেই তোমার তুমিহীনা আমার কিইবা থাকলো! শুধু থাকুক......... .....................নৈঃশব্দের প্রহসন!!! সেপ্টেম্বর ২২, ২০০৭ রাত ৮-৩১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।