আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ডেল এলিয়েনওয়ারের আনুষ্ঠানিক যাত্রা।

দেখ না তো হাসি শেষে নিরবতা...

ভিনগ্রহের বাসিন্দা, এলিয়েনরা এখন বিচরণ করছে মর্তলোকে! এরচেয়েও বিস্ময়কর তথ্য হলো, তারা এবার হাজির হয়েছে বাংলাদেশে!! গত ১২ এপ্রিল ভর দুপুরে হোটেল শেরাটনের মার্বেল রুমে আচমকা ঢুকে পড়ে ভিনগ্রহের অদ্ভুত সব প্রাণি। মিশ্কালো বর্ণের প্রায় মানবাকৃতির, দীর্ঘদেহী এ প্রাণীর চোখ থেকে বেরিয়ে আসে লাল আলোকরশ্মি। তারা শান্তির জন্য যে আসেনি এটি নিশ্চিত। তাই দুনিয়ার গেমারর, কমান্ডো এবং লারা ক্রাফট এগিয়ে আসে, শুরু হয় গেমার-আ্যলিয়েন যুদ্ধ। কম্পিউটার গেমিং এর এমন বিজ্ঞানকল্পের সঙ্গে সাক্ষাত করিয়ে দিলো দেশের শীর্ষস্থানীয় কম্পিউটার প্রযুক্তি বিপনন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

দুনিয়াজুড়ে গেমারদের মাঝে পরিচিত, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মেশিন ‘অ্যালিয়েনওয়ার’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মীর সাদাত আলী, কান্ট্রি ম্যানেজার, ডেল বাংলাদেশ, জিয়া মঞ্জুর, কান্ট্রি ম্যানেজার ইন্টেল এবং আসিফ মাহমুদ, পরিচালক, কম্পিউটার সোর্স। উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আইটি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীবৃন্দ। ইলেকট্্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও ব্লগার ও গেমাররা উপস্থিত ছিলেন। ডেল অ্যালিয়েন সিরিজের এ ল্যাপটপ সম্পর্কে মীর সাদাত আলী বলেন, আজ থেকে এ দেশের গেমাররা অপার বিস্ময়ের মুখোমুখি হবেন।

কেননা সর্বশেষ প্রযুক্তির ইন্টেল কোর আই সেভেন টুয়েলভ ওয়ে মাল্টিপ্রসেসিং প্রসেসর ও ১৫ এবং ১৭ ইঞ্চি ওয়াইড মনিটর সম্বলিত ল্যাপটপটি গেমারদের সামনে খুলে দেবে নতুন এক অভিজ্ঞতা। সদ্য মোড়ক উন্মোচন করা এ ল্যাপটপটিতে ৭টি কুলিং ফ্যান ও ১টি মিনি ট্রান্সফরমার থাকায় এর পাওয়ার সাপ্লাই সিস্টেমকে ব্যালান্স করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ডেডিকেটেড এটিআই রেডিয়ন এইচডি গ্রাফিক্স কার্ড থাকায় কেবল গেম খেলার ক্ষেত্রেই নয় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও ল্যাপটপটি অনন্য। বিদ্যুত ছাড়াই টানা সাড়ে ছয় ঘণ্টা গেম খেলা যাবে। রয়েছে ২৪ ঘণ্টার স্ট্যান্ড বাই ব্যাক-আপ সুবিধা।

ইন্টেল সেকন্ড জেনারেশন প্রসেসর নিয়ে মনোজ্ঞ এবং তথ্যবহুল প্রেজেন্টেশন তুলে ধরেন জনাব জিয়া মঞ্জুর, কান্ট্রি ম্যানেজার, ইন্টেল। তিনি বলেন, হাইপারথ্রেড ও টারবো বুস্ট টেকনোলজি সমৃদ্ধ ইন্টেল কোর আই সেভেন প্রসেসর কম্পিউটারের গতির দুনিয়ায় চমক দেখাতে সক্ষম হয়েছে। আর গেমিং জগতে আলোড়ন তোলা ডেলের অ্যালিয়েন সিরিজের এ ল্যাপটপটিতে ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সন্নিবেশ করায় স্বাভাবিকভাবেই গেমাররা আরেকটি নতুন দিগন্তের দেখা পাবেন। উপোভোগ করতে পারবেন হাইডেফিনেশন গেম ও মুভি। আমার ধারণা এ দেশের গেমাররা এমন একটি ল্যাপটপের জন্য অপেক্ষা করছিলেন।

দেশের অভিজাত কম্পিউটার ব্যবহারকারিদের জন্য ডেল অ্যালিয়েনওয়ার বাজারজাত করতে পেরে স্বস্তি প্রকাশ করে কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ বলেন, ভোক্তা চাহিদা মেটাতে বিশ্বের সেরা গেমিং ল্যাপটপ ডেল অ্যালিয়েনওয়্যার বাংলাদেশে আনতে পেরে আমি খুবই গর্বিত। দেশের বিকাশমান কম্পিউটার বাজারকে আরও সমৃদ্ধ করতে এবং গেমিং পিসি জগতে শক্তিশালী স্থান দল করতে অ্যালিয়েনওয়্যার সিরিজের এ ল্যাপটপটি খুব অল্পদিনেই বিশেষ স্থান দখল করে নিতে পারবে বলে আশা করছি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তর, লটারী, কুইজ ও এলিয়েনদের সাথে ফটোসেশনের মাধ্যমে শেষ হয় জমকালো এ অনুষ্ঠান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.