আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাও কাঁচঘরে

আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। উচ্ছন্নে যাওয়া সংসার একান্ত গোপনভাবে একটা নির্ঝঞ্ঝাট জীবন চেয়েছিলাম কাঁচা লঙ্কা, লবন ভাতে দিন চলে যাবে তা আর হতে দিলে না সাবরিনা। কালবোশেখীর মত কোথাকার জল কোথায় নিয়ে এলি যে জলে না আছে স্থিরতা না আছে উষ্ণতা শুধুই শীতল এক বিষণ্ণতায় ডুবে আছি। আমি নাওয়া খাওয়া ভুলে সরল গৃহস্থালী ভুলে লাঙ্গল ফেলে তোর বসতবাটির দিকে চেয়ে থাকি এ কোন উচ্ছন্নে যাওয়া সংসার আমার। যদি কাছেই না থাকবি তবে কৃষাণ থেকে কাঙাল করে রেখে গেলি কেন তোর উটকো ঝড়ে আমার ঘর ভাঙলি কেন? ২।

মেয়েটা অশান্ত এক ঝড়ো হাওয়ার মত মেয়েটা ক্ষণ ক্ষণে উদ্ধত ভেঙ্গে ফেলবে অসত্যের অস্তিত্ব তছনছ করবে জীর্ণতা। বড় অকালে সে জন্মেছিল তাই প্রকৃতিও তাকে দূরে ঠেলেছে প্রশ্নবানে জর্জরিত ধরাকে সে সরিয়েছে বজ্রমুষ্ঠিতে বিদপসংকুল সাগরকে করেছে পরাস্ত। সে এখন যা চায় তাই পায় এরকম ভাবনায় গেল মাটির নিচে সেখানে নেই কোন উন্মত্ততা আছে শীতলতার পরশ পাথর। মাটির কাছে দীক্ষা নিয়ে সে এখন বিমূর্ততার সিংহাসনে। ৩।

অশান্ত মন ভালবাসি ভালবাসি তোমায় এ সত্য জগত জুড়ে জানে তোমার সাথে ঘুরেছি পথ সে জগতবাসী জানে। খুব কি ক্ষতি যদি তোমার নামটা মুখ ফসকে বলি না থাক কিছুটা হোক রাখঢাক। তুলেছি প্রেমের পাল ভেসে যাই চলো হাই হ্যালো ভুলে চলো যাই অভিসারে নিভৃত নিকেতনে আশান্ত দুটি মনে। ৪। ঘুমাও কাঁচঘরে কাঁচঘরে ঘুমাও রিনা এ জনমে আর এত ঘুম পাবে না বাহিরের পৃথিবীতে আড়ং চলে কার সওদা কেমন হলো জানিনা আমি বড় বেহিসেবী দরে নিলামে তুলেছি ঘুম জীবনের ষোল আনাই বৃথা গেল তাই অল্প দামেই সওদা হলেই বাঁচি।

এই ভেবে বাহিরের পৃথিবীতে পা বহিতে বহিতে দুর্গম যাতনা। ৫। আমিতো আমাতে নেই আমার নিবাস ক্ষুদকুঁড়ো ভরা একটি পাখি এসেছিল ভুলে সব জড়া। আমাদের রোপিত বৃক্ষে পত্র ফাঁকে বসেছিল সে তুমি কেমনতর মেয়ে বলেছিল বৃক্ষের কানেকানে। তুমি নেই তাই বুঝি বৃক্ষ ফুলহীন বাতাসে বাজে শুধু বেদনার বীন সবটুকু সুখ নিয়ে যায় তব দিন আমিতো আমাতে নেই বৃক্ষ মাঝে লীন।

ছবি: নিজস্ব এ্যালবাম (বটফল)।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।