আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাও তুমি

বাতাসে কার সুরভি ভাসে আকাশ যে তার ছবি আঁকে মেঘের আড়ালে সে মুখটি ঢাকে তার ই চোখে অশ্রু ধারায় মন যে আমার কোথায় হারায় তার হাতের ঐ একটু ছোঁয়ায় পৃথিবী তার ই প্রাণ খুঁজে পায় তার চুলেতে হাওয়ার খেলা তার ঠোঁটেতে হাসির মেলা দু চোখ জুড়ে শত আশা বুক ভরা তার ভালবাসা সবুজ তার ই ভাল লাগে তাই ধরা সবুজ সাজে তার ই রুপের স্নিগ্ধ আলো আমার মনে রং ছড়ালো তার ভালোবাসার অসীমতা আমার তরে ব্যাকুলতা ঘুম এ সে চোখ দুটি বুজে স্বপ্ন তার ই হিয়ার খোঁজে চোখ দুটি যেন সে না মেলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।