আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাও বাঙালী ঘুমাও



আহা.. কি প্রশান্তির ঘুম বিশ্ব এগিয়ে মঙ্গল ছাড়িয়ে বৃহষ্পতির পথে তথ্য প্রযুক্তি.. বিজ্ঞান..ধেই ধেই নেচে চলে আলোর গতিতে আমরা এখনও স্ব-বিভাজিত আত্মপরিচয়ের ঝগড়া এখনো শেষ হয়নি যে... কেউ কারে নাহি ছাড়ে আমি যাব না তোকেও যেতে দেব না আমি খাব না তোকেও খেতে দেবনা সারমেয় লজ্জ্বায় পথ ছেড়ে বনে আমরা আত্মধ্বংসি বিভাজনে আত্মবিশ্বাসী অথচ যখন চাই আগুন ঝড়া আন্দোলন যখন বিশ্ব হতবাক অদ্ভুতুরে অবিমৃশ্যকারীতায় আমরা তখনও জাবর কাটি অতীতের ... মৌলিক অধিকার আর নবজাতকের কাছে কৃত দৃঢ় অঙ্গিকার পূরণের মহেন্দ্র ক্ষণে আজ বড় বেশি উদাসিন সবাই সুশিলপনার ধাক্কায়, সুশীল ঘুমে কাতর। ন্যায়, সত্য, সুন্দর, আর অধিকার প্রশ্নেও কেমন নতজানু, গাঁ ছাড়া ভাব। আগুন ঝড়ে না বক্তৃতায়, চাওয়ায় গদ্যে-পদ্যে.. কোথাও নয়... আমাতেও...কই?।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।