আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি অসাধারন মুভির সাদামাটা রিভিউ

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
*** This review may contain spoilers *** বিশ্বকাপ ক্রিকেটের কারনে ইদানিং মুভি একেবারেই দেখা হয় না। আজকে খেলা নাই, তার উপর আবার শুক্রবার। এই ছুটির ঝিমানো সন্ধ্যাকে কাজে লাগাতে আমার হাতে আছে একটাই অস্ত্র, আর তা হলো,সেইরকম ঝাকানাকা একখান মুভি। হাতের কাছে বেশ কটি নাদেখা মুভি।

ভাবলাম, গতবাঁধা টাইপের মুভি না দেখে একটু অন্যরকম কিছু দেখা যাক। ছাড়লাম The Secret in Their Eyes (2009) মুভিটি। যার অরিজিনাল টাইটেল হলো El secreto de sus ojos। এটি একটি আর্জেন্টাইন মুভি। আপনারা যদি অস্কার নিয়মিত ফলো করে থাকেন তাহলে এই মুভিটির নামঅবশ্যই শোনার কথা।

কারন, এটি ২০০৯ সালের শ্রেষ্ঠ বিদেশী ভাষার ক্যাটাগরিতে একাডেমি অ্যাওয়ার্ড খেতাব পেয়েছে। ১২৯ মিনিটের এই Mystery + Romance জেনারের মুভিটি এককথায় অসাধারন। যাকে বলে Deserving Oscar Winner। এবারে আসি, মুভিটির প্লটের ব্যাপারে। মুভিটির শুরুর সময়কাল ১৯৯৯ সাল।

একজন অবসরপ্রাপ্ত legal counselor একটি নভেল লেখা শুরু করেন যা ছিলো ২৫ বছর আগের তারই তত্ত্বাবধানে একটি মেয়ের রেপ এবং মার্ডার কেসের অমীমাংসিত ফলাফল নিয়ে, যাকে কেন্দ্র করে অবশেষে ঐ কেসের রহস্য চূড়ান্ত পরিনতির দিকে এগুতে থাকে। আর এই প্লটের প্যারালালে থাকে ঐ legal counselor এবং তার superior এর অসম্পুর্ণ এবং অসম ভালবাসার নানান চড়াই-উতরাই আর অপরিপূর্ণতার কাহিনী। ২৫ বছর আগে,১৯৭৪ সালের কাহিনীতে দেখা যায়,federal justice agent মানে ঐ legal counselor বেন্জামিন এবং তার assistant পাবলোর উপর, লিলিয়ানা নামের একটি মেয়ের brutal rape এবং murder কেসের তদন্তের ভার চাপে। তাদের superior হলো, department chief ইরিন। বেন্জামিন এবং তার assistant পাবলো একসময় কিলারকে ধরে ফেলতে সমর্থ হয়, কিন্তু আইনের মারপ্যাঁচে সে ছাড়া পায়, এবং উর্ধতন পুলিশ কর্মকর্তার চাপে কেসটি ক্লোজ হয়ে যায়।

বেন্জামিনের জীবনের উপর আঘাত আসে, সে পালিয়ে যায়। ২৫ বছর পর সে ঐ ঘটনা নিয়ে নভেল লেখতে যায় এবং বিবেকের তাড়নায় সে ফিরে যায় ঘটনার তদন্তে। ততোদিনে অনেক কিছু বদলে যায়। কিছু সবকিছু বদলালেও বেন্জামিনের মনে পড়ে যায় তার assistant পাবলোর প্রিয় সেই উক্তিটি, "passion is one thing that cannot be changed in behavior"। আর এর রেশ ধরেই ইরিনের প্রতি তার অব্যক্ত ভালোবাসা আর ঐ কেসটির unsatisfactory resolution এর অন্যরকম পরিসমাপ্তি হয়।

এবার আসি, মুভিটির রিভিউ নিয়ে। স্প্যানিশ ভাষায় নির্মিত এই মুভিটি এককথায় অনবদ্য। মুভিটি যে ভালো এইটা জানতাম, কিন্তু এতোটা ভালো এইটা খানিকটা অপ্রত্যাশিতই ছিল। technical aspects এর দিক দিয়ে এই মুভিটি অসাধারন। বিশেষ করে মুভিটির screenplay, background music এতোটাই মানানসই যে নিঃসন্দেহে অন্যরকম প্রশংসার দাবিদার।

কেন্দ্রীয় চরিত্রে বেন্জামিন আর ইরিনের অসাধারন অভিনয় আর তাদের মধ্যকার কেমিস্ট্রি দারুন লেগেছে। ক্যামেরার কাজ, ডিরেকশান এককথায় ফ্ললেস। এই মুভিটি ৮.৩ রেটিং নিয়ে IMDb Top 250 তালিকায় 174 নাম্বারে রয়েছে। অস্কার জয়ে Truly Deserving এই মুভিটি আমার কাছে অসাধারন লেগেছে। আপনারাও দেখুন।

এই টাইপের মুভি আমাদের সবার দেখা উচিৎ। তবে, এই মুভিটি Rated R for a rape scene, violent images, some graphic nudity and language.সুতরাং বুঝে শুনে দেখবার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। Download Link (single) : http://www.megaupload.com/?d=QW8JI4U2 SUBTITLES [English] http://www.megaupload.com/?d=UWV2T2QP (Multiple) : http://www.megaupload.com/?d=52YKGBVB http://www.megaupload.com/?d=GEET6ZZP http://www.megaupload.com/?d=8DTGIUFS http://www.megaupload.com/?d=1K7VRCV9 http://www.megaupload.com/?d=N9V9892L http://www.megaupload.com/?d=8FQYQ7NA http://www.megaupload.com/?d=6SXB0J2H
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।