আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার প্রসব বেদনা



কবিতার প্রসব বেদনা - যাযাবর জীবন কি সব ছাই পাশ প্রসব করিস? হুহ!! কবিতা না রঙ ঢঙের আলাপচারিতা যত্ত সব ফালতু কথা শব্দের কারিগরিতে ধোঁকাবাজি কেন করিস এসব ভাঁওতাবাজি? শুনে হাসি আসে তুই ও নাকি কবিতা প্রসব করিস। হি হি !!! জানিস কি কি লাগে তাতে? একটি প্রসব বেদনাতে? লক্ষ কোটি শুক্রাণু একটি মাত্র ডিম্বাণু সেখানেও যুদ্ধ চলে, তুমুল যুদ্ধ তারপর জয়ী হয় তোর বীর্য নিঃসৃত একটি মাত্র শুক্রাণু সিক্ত করে বা নিষিক্ত একটিই ডিম্বাণু; পরম সমর শান্তিতে ডিম্বাণুর কোলে শুয়ে জাইগোট পাকে; তারপর আরো কত কি? ধীরে ধীরে বেড়ে ওঠা অনেক সেবা শুশ্রূষা তারপরই তো প্রসব বেদনা তাই নয় কি? এত কিছু রয়ে গেছে এত কাজ আগে আর তুই প্রথমেই প্রসব করে বসে আছিস কবিতার নামে কিছু দুষিত স্রাব? আরে বোকা! কিছু শব্দমালায় কি কবিতা প্রসব করা যায়? তোর জরায়ু কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।