আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ের চাঁদ

রোদ ভেঙ্গেছে আজ।
ধূসর সময়ের ঝাপটায় ক্লান্ত চোখের মত পাতা ঝড়ে যায় বেহাগের বীণ বেজে উঠে- কালের কুহেলিকায় । এক কোণে ঝড়ে যায় জলের মত অপ্রাচীন ব্যথার লাল, হালের ফলা এসে গেঁথে দেয় একাল,সেকাল-বহুকাল ; অসময়ের চাঁদ তাই জেগে উঠে- স্মৃতির কালিমায় । সন্ধ্যের মত ঘন চুলের ভীড়ে বৈরী হাওয়ার নড়ন, জীর্ণ সবুজ আকাশে সুন্দর পাপী ক্রন্দন ; অসময়ের চাঁদ তাই জেগে উঠে স্মৃতির কালিমায় ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।