আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ের কবিতা

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। অসময়ের কবিতা -----নাদিম----- ========== শেষ এক বছরে আমার উচ্চতা বেড়েছে ৩৬৫ ইঞ্চি। সুসময় অথবা সাধারন সময়ে মানুষের উচ্চতা ১ বছরে বাড়ে ১ ইঞ্চি, আর অসময়ের মুহুর্তে উচ্চতা প্রতিদিন-ই ১ ইঞ্চি করে বাড়ে। তাই বোধহয় শেষ এক বছরে আমার মানসিক উচ্চতা বেড়েছে ৩৬৫ ইঞ্চি। তোমার কি মনে পড়ে, সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফেরার সন্ধ্যাটুকু ? তুমি চা করে দিতে আর আমি কতিপয় ইতর প্রজাতির মত শব্দ করে চা খাওয়ার এক রকম অমানুষিক আনন্দ উপভোগ করতাম।

আমার অশোভন সেই আচরনটুকুও তুমি কি গভীর ভালোবাসা দিয়ে মেনে নিয়েছিলে। আমার লেখা যত সব অখাদ্যগুলো কবিতা নাম দিয়ে তোমাকে পাশে রেখে আবৃত্তি করতাম। তোমার অপলক চেয়ে থাকা আমাকে শ্রেষ্ট দর্শক নন্দিত করার আনন্দ দিত। সময়টা তখন আমার সাথেই ছিল। বছর খানেক হলো তুমি এভাবে আমাকে ভালোবাসোনা।

বছর খানেক হলো তোমার অপলক দৃষ্টি জোড়া দেখি না। অথচ দেখো, এখন আমি কত শোভন, কত পরিপক্ক। আমি এখন আর শব্দ করে চা খাই না। আমার লেখনী এখন অনেক ভালো লেখকের মত-ই সমৃদ্ধ। ও ।

এখন তো আমার সময় আমার সাথে নেই। যেমন করে তুমি নেই আমার সাথে। সময় যখন খারাপ যায় তখন রাস্তায় ঘুমিয়ে থাকা লোহার টুকরাটিও আক্রমনাত্মক হয়ে ওঠে। জুতোর তলা ছেদ করে ঢুকে যায় মাংশ পেশিতে। ।

আর সেই আট আনার লোহার ক্ষত আশি টাকায় শোধ তোলে টিটেনাস হয়ে। ১৪/০১/২০১৩ ; রাত ১১.৫০ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।