আমাদের কথা খুঁজে নিন

   

অসময়ের কবিতারা-২

আমার অনেক স্বপ্ন...আমি বাস করি স্বপ্নের মাঝে...রঙ্গিন রঙ্গিন সব স্বপ্ন... তুমি আসবে বলে- সময়ের কবিতারা আজ ছন্দহীন তুমি আসবে বলে, উপন্যাসে নেই কোনো চরিত্র, তুমি আসবে বলে। বৈশাখী শীতল হাওয়া থমকে দাঁড়িয়েছে, তুমি আসবে বলে। উড়োমেঘে আজ লাগাম দিয়েছি, তুমি আসবে বলে। একাকী চন্দ্র অসময়ে আলো দিতে রাজি হয়েছে, কেবল, তুমি আসবে বলে। মধ্য আকাশের লক্ষ তারাও আজ মিটমিট করে জ্বলবে বলেছে, তুমি আসবে বলে।

আঁধার ঘরে প্রদীপ জ্বেলেছে নিঃসঙ্গযুবক কেবলই তোমার অপেক্ষায়। খুব বেশি কি ক্ষতি, চুপিচুপি একটিবার আসলে? ------------------------- তোরা না থাক- মুখোশ খসে পরেছে তোদের, আমায় ভ্রষ্ট, নষ্ট উপাধি দেয়া ভীরু কাপুরুষের দল, তোদের মনের পর্দা ছিন্নভিন্ন আজ কাচঘেরা অন্তর্যামী দৃষ্টির প্রখরতায়। অসভ্য তরুনের নির্লিপ্ততায় পৈশাচিক ভালো লাগায় মগ্ন সভ্য বাঙ্গাল, তোদের আজ চিনেছে বিরহী প্রেতাত্মা। শোন তবে হে রক্ত কাঙ্গাল পিয়াসীরা, আমার শবযাত্রায় স্নেহময়ী মায়ের কান্নায় যেন তোদের সভ্য কান্নার জল না মিশে। জানাজার কাতারে ইস্পাত দৃঢ় বাবার পাশে তোরা না থাক।

তোদের অস্পৃশ্য উপস্থিতে কেঁদে উঠবে আমার সেই নষ্ট, ভ্রষ্ট মন। আমি দিব্যি বলে দিচ্ছি, তোদের যেন নাদেখি আমার শবের পাশে। ---------------------------- পাপী- টেবিলে পরে থাকা ধুলোমাখা বইগুলো বিড়বিড় করে অভিশাপ দিচ্ছে, 'তুই একটা পাপী, তুই একটা প্রতারক'। নি:শেষের অপেক্ষায় মাসের পর মাস কলমদানিতে পরে থাকা নিপবিহীন কলম যেন আজ ছুরি হয়ে বিঁধছে অলিন্দে, অথচ,রক্তপাতহীন অভ্যুত্তানে আনন্দিত অন্তরাত্মা আপন মনে গাইছে জাগরণের গান! তবে আজ বিরুদ্ধ স্রোতই সঙ্গী হোক কঠিন পথচলায়, গায়েন গেয়ে উঠুক বহু আকাংক্ষিত সেই শিকল ভাঙ্গার গান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।