আমাদের কথা খুঁজে নিন

   

শালা কাপুরুষের দল! যখন খাইতে যাই তখন আসো!!

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। আগে একটা পোস্ট দিয়েছিলাম তারুণ্য চত্বর রংপুর নিয়ে। যাই হোক, আমরা সেখানে শুধু স্লোগান দিয়া বসে থাকি না।

শিবির মোকাবেলা করার মত যথেষ্ট জিনিসপত্র(!) এবং শক্তি আমাদের আছে। খবরে দেখি শিবির এইখানে হামলা করে সেইখানে হামলা করে। তাই আমরাও রেডি, একটারেও জ্যন্ত ছাইড়া দিব না এখান থেকে। গতকাল হল কি, একবার খবর এলো শিবির মিছিল নিয়ে আসছে। কোন কথা নাই, সবাই হাতে লাঠি নিলাম।

এক্সপার্ট যারা তারা ৩ ফুটি রামদা ধার দেয়া শুরু করল। হারামজাদার বাচ্চারা আয়! পুলিশ আমাদের পিছনে। সবাই বলে আমরা নাকি পুলিশ প্রটেকশনে চেচাই!! পুলিশরে ছুটি দিলাম তাইলে। আয় তোরা। কিন্তু বিচিছাড়া ছাগল গুলা তো আসল নাহ!! আহ, ভাই!! একেকজনের আফসোস যদি শুনতেন!! পারলে হাতেপায়ে ধইরা শিবির নিয়া আসে!! যাই হোক, সবাই ঠান্ডা হয়ে দুপুরের খাওয়া খাইতে গেলাম।

৪ জন থেকে গেল। এসে যা শুনলাম তাতে কেন খাইতে গেলাম সে কারণে যা রাগ হচ্ছিল তা বলার মত না। ছাগুরা নাকি মিছিল দিছে!! ঘটনা এরকম, আমরা যাওয়ার পরে ২০-২৫ জন ছাগু ঘোপঘাপ থেকে বের হয়ে চিল্লাচিল্লি শুরু করল! একজন পায়জামার নিচ থেকে ব্যানার বের করল, সেই ব্যানার ধইরা দুইটা স্লোগান দিয়া ৩ মিনিটের মধ্যেই ফাট!!!! এইডা কোন পুরুষ মানুষের কাজ হইতে পারে! আইলি ৪ ডা মাইর খাইয়া যা, তা না ফাকা টাইমে আইসা ম্যা ম্যা কর!! নিজের উপ্রেও মেজাজডা খেইচা আছে!! কেন যে গেলাম!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।