আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো আজ

আমার সম্পর্কে কিছু বলার স্পর্ধা এখনও আমার হয়নি….

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স এনভায়রনমেন্টাল টেকনোলজী এন্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফর সাস্টেইনেবল ডেভেলাপমেন্ট ( আইসিইসিইএসডি) শীর্ষক আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সম্মেলন আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শুরু হয়েছে। আজ সকাল ৯ টায় সম্মেলনের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহউদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বুয়েটের) সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অবকাঠামো জগতের বিভিন্ন বাত্বব সমস্যা নিয়ে আলোচনা করেন এবং জিওটেকনেলজির গুরুত্বের উপর আলোকপাত করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ডঃ মুহাম্মদ ইকবাল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) উপাচার্য প্রফেসর ডঃ মুহম্মদ আলমগীর।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন। তিনি তার বক্তব্যে নির্মানের পূর্বে মাটির গুনগুন পরীক্ষার জন্য সচেতনতা সৃষ্টির কথা বলেন এবং টেকসই উন্নয়নের জন্য লাগসই প্রযুক্তি ব্যবহারের জন্যে সবাইকে আহবান করেন। আজ এই সম্মেলনে ৬ টি সেশনে ৬ টি বিষয়ের উপর মোট ৩০ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড় কী-নোট স্পিকার হিসেবে ছিলেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আকতরুল ইসলাম চৌধুরী এবং কুয়েটের প্রফেসর মোঃ আলমগীর। সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কী-নোট উপস্থাপন করেন বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এ, এম, এম শফিউল্লাহ্।

পরিবেশ ও পুর কৌশলের সম্পৃক্ততা নিয়ে বরাবরই কাজ করে আসছে বাংলদেশের প্রথম পুর ও পরিবেশ কৌশল বিভাগ শাবিপ্রবির সিইই ডিপার্টমেন্ট। গত বছর এই বিভাগ একটি জাতীয় স্পেশালাইজড সেমিনারের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার বিভাগটি আয়োজন করছে এই আর্ন্তজাতিক কনফারেন্সটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.