আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে আবারো ছাত্রলীগকর্মীর ওপর হামলা  

শনিবার রাতে দ্বিতীয় ছাত্র হলে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার রাহাত ও সানি এবং পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের আরিফ।
তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার ছাত্রলীগ নেতাকর্মীর উপর হামলায় হয় বিশ্ববিদ্যালয় এলাকায়।
জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, রামদা ও চাপাতিসহ নানা দেশি অস্ত্র নিয়ে তিনটি সিএনজিতে করে রাত ১টার দিকে কয়েকজন মুখোশধারী হলের এ ব্লকের চতুর্থ তলায় যায়।


তারা রাহাত ও সানিকে উপর্যুপরি কোপায়। এরপর তৃতীয় তলায় গিয়ে আরিফের ওপর হামলা চালায়।  
আহতরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারেননি বলে জানান ওসি জামাল উদ্দিন।
এর আগেও চলতি মাসে দুই দফা ছাত্রলীগকর্মীদের ওপর হামলা চালায় দুর্বত্তরা।
বৃহস্পতিবার (৯মে) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রঞ্জিত দেবকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে মুখোশধারী সন্ত্রাসীরা।


তার আগের রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সামসুজ্জামান চৌধুরি সুমনকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে।  
দীর্ঘ ১০ বছর পর গত ৮ মে বুধবার রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই একের পর এক হামলা হচ্ছে।
শনিবারের হামলা বিষয়ে হল প্রভোষ্ট মোহম্মদ ওমর ফারুক বলেন, “হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। ভিসি (উপাচার্য) স্যারের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

”   
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.