আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে মূর্তি নির্মাণ প্রসংগে

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত বাংলাদেশের মেইনস্ট্রিম পলিটিক্স অনেক আগেই দুষিত হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সেই দুষণের ভয়াবহতা কোন পর্যায়ে পৌছেছে তা বুঝলাম শাবির নতুন ভাস্কর্য/মুর্তি বিতর্ক থেকে। অহরহ মুক্ত-চিন্তার দুহাই দিয়ে মুখে ফেনা তুলা মানুষগুলো ও ভিন্ন মত সহ্য করতে পারছেননা। মানুষ হিসেবে আমরা একজন যেমন আরেকজনের থেকে আলাদা তেমনি আমাদের চিন্তাধারা ও। অন্যমত পোষণ করা কী দোষের কিছু? বরং উল্ঠোটাই তো দোষের।

শুধুমাত্র ভিন্নমত পোষণ করার জন্য টিচারদের যেভাবে গালাগালি করা হয়েছে তা দেখে নিজেকে সাস্টিয়ান হিসেবে পরিচয় দিতেও ঘেন্না হচ্ছে। ফেসবুকে যারা এসব গালাগালির বিরোধীতা করছেন তারা ও গালাগালির শিকার হচ্ছেন! বাহ! আমাদের সময়ে শাবি হাজারো সমস্যায় জর্জরিত ছিলো। এখনো সমস্যার কমতি নাই। কিন্তু কিছু সাস্টিয়ানের আচরণ দেখে মনে হচ্ছে কয়েক মিলিয়ন টাকায় নতুন একটা মূর্তি বসাতে পারলেই সব সমস্যা রাতারাতি উধাও হয়ে যাবে। ভাবখানা যেনো পর্যাপ্ত বাসের অভাবে লক্করজক্কর বাসে বানরের মতো ঝুলেঝুলে ক্যাম্পাসে যাবো তবু মুর্তি চাই ! উন্নত ল্যাব লাগবেনা মুর্তির পায়ের নিচে বসে গাঞ্জা বিড়ি ফুকবো তাই মুর্তি চাই !! পর্যাপ্ত ছাত্রাবাস লাগবেনা মেসে থেকে গরিব বাবার কষ্টার্জিত টাকার শ্রাদ্ধ করবো তবু মুর্তি চাই !!! (চেতনাধারীরা অবশ্য মূর্তি কে মূর্তি বলিতে মানা করিয়াছেন।

কারণ তাহারা নিজেরা ও অবগত যে বাংলাদেশের বৃহত্তর মুসলিম জনগোস্ঠীর কাছে মূর্তি আপত্তিকর জিনিস। তাহারা মুর্তিকে ভাস্কর্য বলিতে উপদেশ দিয়াছেন। কিন্তু কয়েকদিন আগে ইন্টারনেট হইতে বিতর্কিত ছবিখানা নামাই্য়া আনিয়া আমার ফেসবুকের দেয়ালে ঝুলাইয়া দিয়াছিলাম। যাহা দেখিবামাত্রই আপামর বাংলাদেশের সমূস্ত কৃষক শ্রমিক মজদুর সবাই জানিতে চাহিয়াছে উহা কিসের মূর্তি? আমি বলিলাম উহা মূর্তি নহে ভাস্কর্য ভাহে। তাহারা তখন ভাস্কর্য কী জানিতে চাহিলে আমি প্রাণপন চেষ্ঠা করিলাম বটে।

কিন্তু তারপর ও তাহারা উহাকে মূর্তি সম্বোধন করিতেছিলেন। আমি অগত্যা যাহা বুঝিবার তাহা বুঝিয়া লইলাম। তাহার পরে আমি যখন রিকসা দিয়া কাজে যাইবারছিলাম তখন রিকসাওয়ালা মামাকে আমার মোবাইলে ছবি দেখাইয়া জিগাইয়াছিলাম উহা কী? উনি বলিলেন কেন মামা মূর্তি চিনেন না? আমি বলিলাম শিক্ষিত ভায়েরা উহাকে ভাস্কর্য বলিয়া থাকেন। উনি বলিলেন মামা যাহা লাউ তাহাই কদু। তাহারপরে উনি আমাকে এ বিষয়ে বহুবিদ গিয়ান দিতে লাগিলেন।

আমি তখন নিরুপায় হইয়া তাহার কথা মানিয়া লইয়াছিলাম। )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.