আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে ভালোবাসা দিবসে লুঙ্গি মিছিল

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, দম্পতি থেকে শুরু করে কারখানার শ্রমিকরাও এ উৎসবে মেতেছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে।

আনন্দে মেতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বের করেন লুঙ্গি মিছিল।

বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এই সময় তাদের পরনে লুঙ্গি এবং মাথায় গামছা বাঁধা ছিল।

 

পরে মুক্তমঞ্চ থেকে লুঙ্গি মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে পৌছে আনন্দ সমাবেশে মিলিত হয়।

আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন স্থপত্য বিভাগের শিক্ষার্থী রাশেদ উল ইসলাম, আল আমিন আবু আহমেদ দোলন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল মাহমুদ প্রমুখ।

শহীদ মিনার থেকে ছাত্রী হল হয়ে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয় লুঙ্গি মিছিল।

মিছিলে শিক্ষার্থীদের নানা স্লোগান দেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- তোমার আমার মার্কা কী- লুঙ্গী ছাড়া আর কি।

 

এই সময় ঢোলের শব্দে আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.