আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে ছাত্রলীগের ২ নেতাকর্মী বহিষ্কার

এরা হলেন শাবি ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাশ এবং সংগঠনের বিশ্ববিদ্যালয়কর্মী আহসানুল হক বাবু।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারা এ দুই নেতাকর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধও জানান।
বুধবার রাতে দীর্ঘ ১০ বছর পর শাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। এরপর পর রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে ৬/৭ জন যুবক একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।  
এদের মধ্যে উত্তম কুমার দাশকে চিনতে পেরেছেন বলে দাবি করেন সামসুজ্জামান চৌধুরী সুমন।
রাতেই সুমনকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শুক্রবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
হামলার ঘটনার সুমন নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সিলেট জালালাবাদ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপর আসামিরা হলেন আহসানুল হক বাবু, সিরাজুল ইসলাম উজ্জ্বল, দৈপায়ন দত্ত রোম্মন, নিয়াজ আহমেদ, আরিফুল ইসলাম সনি ও রনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.