আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অর্থহীন কথাবার্তা



অনেক ক্ষণ ধরে কিছু ভালো লাগছে না। অনেক ক্ষণ কি বলছি গত কয়েকদিন ধরেই কেমন যেন উদাস উদাস মন খারাপ করা অনুভূতি হচ্ছে। যা করতে চাচ্ছি তা করতে পারছি না। যা ভাবছি তা করতে পারছি না; আর যা করছি তা বোধ হয় করতে চাচ্ছি না। জটিল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।

যেখানেই যাই সেখানেই শুধু সমস্যার কথা, হতাশার কথা শুনতে পাই। ক্লাসে গেলে টিচাররা বলেন দেশের এই সমস্যা, ওই সমস্যা। সবখানে নাকি দুর্নীতি, অনিয়ম। টিভি খুললে রাতভর যে টক শোগুলো হয় কদাচিৎ তাতে আশাবাদি মানুষের কথা শুনা যায়; সাফল্যের খবর, ভালো কোন খবর যেন বাংলাদেশ নাম শুনলে এলার্জিতে আক্রান্ত হয়। সবখানে শুধু হতাশা আর ব্যর্থতার কথা।

কথা বলার উপর যেহেতু আমাদের দেশে কোন ট্যাক্স বা ভ্যাট আরোপ করা নাই এই জন্য মানুষ জন বেহুদা শুধু আকামের কথা বার্তা বলে সময় নষ্ট করে। দেখলেন তো আমিও কতোগুলা বেহুদা আকামের কথা বলে ফেললাম। চলেন এইবার আমার মনের কথাটা বলি। যেইটা হলো আসল কথা। চলেন এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা ব্যর্থতা, হতাশা, সমস্যার কথা বলা বন্ধ করি।

আমরা আমাদের সাফল্যের কথা, আমাদের বিজয়ের কথা বলি, আমাদের স্বপ্নের কথা বলি, আমাদের স্বপ্ন কিভাবে পূরণ করা যায় তার কথা বলি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি, দেশ নিয়ে আমাদের আশা-আকাঙ্খার কথা বলি.....এইসব বলি যে কথাগুলো আমাদের ক্লান্ত শরীর ও মনে কিছুটা শান্তির পরশ বুলিয়ে দেয়, আমাদেরকে আশাবাদি করে তুলে, আমাদেরকে আবার স্বপ্ন দেখতে উদ্বুদ্ধু করে, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার প্রেরণা প্রদান করে। আমি বিশ্বাস করি সমস্যার কথা, ব্যর্থতার কথা মানুষকে গলা ফাটিয়ে, যত্রতত্র বারবার একঘেয়ের মতো সবসময় বলতে হয় না; মানুষ তার ইন্সটিক্ট দিয়েই এটা বুঝে নিতে পারে। যেটা পারে না তা হচ্ছে এই সমস্যার বৃত্ত থেকে কিভাবে বের হয়ে আসা যায় তা ঠিক করতে; সঠিক সমাধানটা খুঁজে নিতে। তাই সবার কাছে আমার আকুল আবেদন আসুন আমরা নেতিবাচক আলোচনা বাদ দিয়ে একটু ইতিবাচক হবার চেষ্টা করি। ইতিবাচক ও গঠনমূলক চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের মেধা ও পরিকল্পনা দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে আমরা ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে কাজ করি.... সাফল্য-ব্যর্থতার হিসাব আমরা পরে করি... আসুন আমরা আমাদের অর্পিত কাজটুকু ঠিকঠাকভাবে করি... কিছু না পাবার আশা করেই... পুনশ্চ : সবুরের ফল কিন্তু মিষ্ট হয়; আর সত্যিকারের কোন কাজ যেখানে সততা থাকে, শ্রম থাকে তা কখনও বিফলে যায় না.........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।