আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াস পোস্ট। এভাবে খেলার চেয়ে না খেলাই ভাল। অন্তত দেশের সম্মান তো বাচবে।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

কাল রাতে ঘুম হয় নি। কারন একটাই শুধু মাথার ভিতর চিন্তা, কি করল ওরা ১১ জন?? এমনটি অনেকের ক্ষেত্রেই হয়েছে। প্রবাসী অনেক বন্ধু-ভাই লজ্জায় বাইরে বেরই হতে পারছেন না! কিন্তু এর মুল্য কি ওরা বোঝে। কিছু কঠিন সিদ্ধান্তে আসার সময় হয়ে গেছে। ১০ বছর চলে গেছে আর ফাজলামি দেখতে চাই না।

জাতির সময়ের অনেক মূল্য!! প্রথম কথা হল, আমরা দর্শকরা যতটা খেলা নিয়ে সিরিয়াস ততটা সিরিয়াস ওরা না! মানুষের আবেগের মূল্য এবং নিজেদের লজ্জা বলেও কিছু নেই ওদের। টিম ম্যানেজমেন্ট অকার্যকর। আমাদের বর্তমান টীম সম্পূর্ণ অগোছালো একটা টীম। টিম ম্যানেজমেন্ট কি প্রস্তুতি নিয়েছে নিজেদের বিশ্বকাপের জন্য? ক্রিকেটারদের আচরন মোটেই প্রফেশনাল না। মাঠে তাদের ছেলেমানুষী জাতিকে লজ্জা ফেলছে।

দেশের সম্মান নষ্ট করার জন্য এদের নামে মানহানির মামলা করা উচিত। যারা আজকে টিমে আছে তাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করার মত না। কিন্তু অনেক ভাল ইনকাম করছে ওরা আর ভাল প্লেয়ার এর অভাবে এদের ভিতরে একরকম গা ছাড়া ভাব চলে আসছে, আজ হোক কাল হোক দলে তো চান্স পাবেই, প্লেয়ার কই আর? কারও কারও আচরন বেয়াদবির পর্যায়ে পরে। মূল সমস্যা পেসার মোকাবেলায়। সমাধান তখনই হবে যখন ভাল মানের পেসার পাব আমরা।

কারন এই পেসারদের ফেস করলে ব্যাটিং ভাল হবে। বর্তমান পেসাররা কোন জাতের মধ্যেই পরে না। পেসার হান্টিং প্রোগ্রাম দরকার। ২ ১ জন প্লেয়ার দিয়ে টিম চলে না। সবাইকে পারফর্ম করতে হবে।

আর নতুন প্লেয়ার রেডি রাখতে হবে। কারন সাকিব তামিম এরা সারাজীবন ভাল খেলবে না! বর্তমান কোচ তেমন কিছুই দিতে পারে নি। এই কোচের দরকার নাই। আমরা শুধু জিম্বাবুয়ের সাথে খেলতে চাই এবং বারবার জিতে প্রমান করতে চাই আমরা কিছু একটা হয়ে গেছি। আসলে ছাতাটাও হই নাই।

ভাল টিমের সাথে ধারাবাহিক ভাল খেললে আমরা বলতে পারব আমাদের উন্নতি হয়েছে নচেত নয়। জিম্বাবুয়ের জায়গায় আয়ারল্যান্ডের সাথে খেললেও আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হত আজ। শেষ কথাঃ শ্রীলংকা, ইন্ডিয়া যদি ভাল মানের প্লেয়ার পায় তবে আমরা কেন পাচ্ছি না? খুজতে হবে, পাওয়া যাবেই, এদের ট্রেইন আপ করে তবেই দলে ঢোকাতে হবে এর আগে নয়! ক্রিকেট আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, এখানে খারাপ করলে তা জাতির জন্য অপমানজনক হয়। হয় ভাল কর, নয় ক্রিকেট খেলা ছাড়। নিজের সম্মান বাঁচাও, দেশের সম্মানও বাঁচাও!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.