আমাদের কথা খুঁজে নিন

   

দুটি জিনিসের লোভ যতই বয়স হয় ততই বাড়ে...........

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh

এক, সম্পদ হাদীসে পাকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, "আদম সন্তানের আশা কখনো পূর্ণ হবে না, এমনকি দু' পাহাড় পরিমাণ স্বর্ণ পেলেও না, যতক্ষণ না তার মুখে এক মুষ্ঠি মাটি ঢেলে দেয়া হয়" (মাটির দ্বারা উদ্দেশ্য কবরের মাটি। দুই, বাঁচার আশা মানুষের যতই বয়স বাড়ে তার সাথে সাথে তার বেঁচে থাকার আশাও বাড়তে থাকে। একদা শেখ সাদী (রহ.) একটি মজলিসে বসা ছিলেন, তখন এক লোক এসে বলল, আপনাদের মধ্যে কেউ ফার্সী ভাষায় পারদর্শী? কেননা এখানে একজন বৃদ্ধ লোক রাস্তার ধারে শুয়ে আছে....তার বয়স ১০০ বছরের ও বেশী, আর মনে হচ্ছে সে মরণাপন্ন, আর সে বিড়বিড় করে কী যেন বলছে.....। আমরা কেউ তার ভাষা বুঝতে পারছি না....। শেখ সাদী (রহ.) বললেন হ্যাঁ, আমি বুঝি, অত:পর তিনি সেখানে গমন করলেন এবং তিনি শতোর্ধ্ব বয়সী বৃদ্ধ লোকটির মুখে কান পেতে শুনলেন............. সে আবৃত্তি করছিল...... "কয়েক নিশ্বাস মাত্র নিয়েছি কেবল তখনই মরণ এসে মারিল ছোবল, হায় হায় স্বপ্নময় রঙ্গীন জীবন রহিল পিছনে পড়ি আসিল মরণ" এতদশ্রবণে শেখ সাদী (রহ.) বললেন, রাসুল (সা.) সত্যই বলেছেন, আদম সন্তানের দুটি জিনিসের লোভ বয়সের সাথে সাথে বাড়তেই থাকে। একটি হল সম্পদের আশা, অপরটি হল বেঁচে থাকার আশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।