আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার লক্ষ্য ২০৭



বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম খেলায় অস্ট্রেলিয়াকে ২০৭ রানের জয়ের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। নাথান ম্যাককালামের অর্ধ-শতকের সুবাদে ৪৫ ওভার ১ বল খেলে ২০৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নাগপুরে শুক্রবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করলেও ৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল (১৬) ও ব্রেন্ডন ম্যাককালামকে (১০) হারায় নিউজিল্যান্ড। দলীয় ৬৬ রানে জেসি রাইডার (২৫) ও জেমস ফ্রাঙ্কলিন (০) এবং এক রান পর স্কট স্টাইরিসকে (০) হারালে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬৭/৫।

৭ রান পর রস টেইলরও (৬) দ্রুত সাজঘরের পথ ধরলে মহাবিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। দলের এই বিপদে হাল ধরে খেলতে থাকেন জেমি হাউ ও নাথান ম্যাককালাম। ৪৭ বলে ২২ রান করা হাউকে এলবিডব্লি¬উর ফাঁদে ফেলেন স্টিভেন স্মি। খেলে যেতে থাকেন নাথান ম্যাককালাম। সঙ্গী অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

৭২ বলে নিজের অর্ধ-শতক পূরণ করেন ম্যাককালাম। বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধ-শতক। একদিনের ক্রিকেটে দ্বিতীয়। তবে নিজের খাতায় আর মাত্র ২ রান যোগ হওয়ার পর মিশেল জনসনের বলে এলবিডব্লি¬উ হয়ে যান তিনি। মাত্র ৬ রানের জন্য বিশ্বকাপে নিজের প্রথম অর্ধ-শতক বঞ্চিত হন ভেট্টরি।

৪৩ বল খেলে ৫ চারের সাহায্যে ৪৪ রান করেন তিনি। টিম সুথি করেন ৬ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মিশেল জনসন ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া শন টেইট নেন ৩ উইকেট। এজন্য তিনি দেন ৩৫ রান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.