আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা

চূড়ান্ত পর্বের গণ্ডি ডিঙাতে পারেননি জর্জ বেইলিরা। চার ম্যাচের তিনটিতে হেরে ফিরে যান দেশে। কিন্তু রয়ে যান বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এ বাঁ হাতি ফাস্ট বোলারের থেকে যাওয়ার একটাই কারণ, বান্ধবী অ্যালিসা জিন হিলির খেলা দেখা। টি-২০ বিশ্বকাপে সাফল্যের দেখা নিজে পাননি।

কিন্তু বান্ধবী পেয়েছেন। টি-২০ বিশ্বকাপের মহিলা বিভাগের শিরোপা জিতেছে হিলির অস্ট্রেলিয়া। হ্যাটট্রিক শিরোপা। একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটাররা হ্যাটট্রিক শিরোপা জিতেছে। টানা তৃতীয় শিরোপা জিততে কাল অস্ট্রেলিয়া ২৯ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে।

এর আগে ২০১০ ও ২০১২ সালের টি-২০ শিরোপাও জিতেছিল অস্ট্রেলিয়া। অবশ্য পুরুষ দলও ওয়ানডে বিশ্বকাপের হ্যাটট্রিক শিরোপা জিতেছে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের আলোয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করেই জিতেছে। ইংলিশদের ১০৬ রানের মামুলি টার্গেট টপকে যায় ১৫.১ ওভারে। উইনিং শটটি খেলেন পেরি।

তার উইনিং শটের পর সাজঘর থেকে দৌড়ে নেমে আসেন ক্রিকেটাররা। মেতে উঠেন আনন্দ, উচ্ছ্বাসে। অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপাকে স্মরণীয় করে রাখতে দিনের আলোতেই পোড়ানো হয় আতশবাজি।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.