আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম মহানগরীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেট দেখতে পারবেন দর্শকরা।



চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেট দেখতে পারবেন দর্শকরা। চট্টগ্রাম সিটি করপোরেশন একক ব্যবস্থাপনায় সাতটি এবং বিসিবির সঙ্গে যৌথভাবে তিনটি স্থানে খেলা দেখানো হবে। সিটি করপোরেশনের সচিব মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশটি গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের প্রতিটি ম্যাচসহ কোয়ার্টাার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ ২৫টি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় পর্দায় দেখানো হবে। সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে খেলাগুলো দেখানো হবে বলে জানান তিনি। শামসুদ্দোহা বলেন, " বিদ্যুৎ বিভাগও খেলা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ যথাসম্ভব স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে।" বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও করপোরেশনের যৌথ উদ্যোগে নগরীর লালদীঘি ময়দান, সিআরবি সাত রাস্তার মোড় ও মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এবং করপোরেশনের নিজস্ব উদ্যোগে মোহরা ইস্পাহানী কিন্ডার গার্টেন স্কুল মাঠ, কল্পলোক আবাসিক এলাকা, চরচাকতাই সিটি কপোরেশন স্কুল মাঠ, কুলগাঁও স্কুল এন্ড কলেজ মাঠ, পতেঙ্গা মহিলা কলেজ মাঠ, ধনীয়ালা পাড়া ওয়ার্ড অফিস চত্বর ও হালিশহর বিডিআর মাঠে খেলা বড় পর্দায় দেখনো হবে। ১৭ ফেব্রয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটের এই বিশ্ব আসরের উদ্বোধন হয়। ১৯ ফেব্র"য়ারি ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ আসরের প্রথম ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও ভারত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.