আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া



স্বপ্নীল এক সানগ্লাস চোখে সোনালী ফ্রেমে বাঁধাই করা তখন পৃথিবীটা অনেক বর্ণীল সমাজ,সংসার,নিজের সন্তান সবি তুচ্ছ ঘোরের দরজায় নিজেকে তখন র্সবের্সবা মনে হয় ! বিন্দু বিন্দু করে গড়ে উঠা সংসার ---- সেখানে দাঁড়ায় এসে বিতৃষ্ণা আর অবহেলা । আপন রক্তের স্পন্দন যে সন্তানের শরীরে বইছে , আপন গর্ভে ধারন করা নারীত্বের ফসলকে কেমন করে কর অবহেলা? তুমি কি বহুগামী চতুষ্পদ জন্তু? কিংবা তুমি নারী !মিথ্যে তোমার নারীত্বের অহমিকা, মিথ্যে তোমার মাতৃত্বের দাবী। তুমি পুরুষ!ধিক তোমার পৌরুষত্ব আর পিতৃত্বকে। ধিক তোমাদের সেইসব নারী ,পুরুষকে যারা বলি দিচ্ছ সংসার ,আপন সন্তাকেও পরকীয়া নামক নোংরামির কাছে। আত্মীক,চারিত্রিক,মানবিক সব বৈশিষ্ট বিলুপ্ত তোমা হতে । একদিন---- সব হারিয়ে যখন নিঃস্ব হবে তুমি ভোতা অনুভূতি গুলি ফিরবে তখন , কিন্তু ততক্ষনে সবি হয় শেষ শুধু তোমার নষ্ট জীবনটি ছাড়া।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।