আমাদের কথা খুঁজে নিন

   

কবিয়াল শব্দেরা উড়ে যায়



কালিমা ঝরিয়ে একটি কলম কবিতা লিখে ফেলে, যদিও, - একজন কবিকে সেজন্য রক্ত ঝরাতে হয়। পাখির ডানার উড়বার গন্ধ বুকে নিয়ে, উড়ে যায় উড়ে যায় কবিয়াল শব্দেরা। মস্তিষ্কের বিকলাঙ্গ কোষগুলোতে যাতনা জাগাতে জীবনের, পুড়িয়ে চলতে হয় টলমলে নীলাভ অশ্রুগাঁথা। উৎকট পীড়নের পৌনঃপুনিক রাতজাগায়, কান পেতে থাকতে হয় চোখ মেলে,- কবে বাজবে সেই শিশিরের ঝরে পড়ার হাহাকার। শুনতে হয় অবাক সন্ধ্যায় বাঁশবনে ঝিরিঝিরি গল্পপাঠ জোনাকীর, দুচোখ যদিও সীমানা বন্দী, দেয়ালে দেয়ালে আছড়ে পড়ে মৌসুমি মেঘ, পর্বতেরও অরুচি ধরে শুভ্রতায়, অপমানে রাজপথে বিক্ষোভ মিছিলে, শরীরে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেয় কিছু কালো বরফ। দুঃখ ছাড়া যদি তুমি ফোঁটাতে পারতে উদাস ঘাসফুল, তবে আর মহাকাব্য নয়, অভিধান রচেই তুমি হতে পারতে মহাকবি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।