আমাদের কথা খুঁজে নিন

   

যাহার জন্য প্রযোজ্য : মডারেটর,সামহোয়্যারইন ব্লগ

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।

মডারেটর, আপনাকে উদ্দেশ্য করে যে একটা পোস্ট প্রসব করতে হবে,তা আগে ভাবিনি, তবে বেশ কিছুদিন অনুপস্থিত থাকার পর ব্লগে ঢুকেই বিরক্তিতে মনটা ভরে গেলো। প্লাস মাইনাস রেটিং না থাকাতে অনেক প্রভাময় পোস্ট নাজিল হওয়া শুরু করেছে,যারা আগে শুধু মাইনাস রেটিংএর ভয়ে এই ধরনের পোস্ট করতো না। কেউ কেউ তো মহাউৎসাহের সাথে ''সকালে ঘুম থেকে উঠে গোসলখানায় গেলাম'' জাতীয় ছোট এক একটা অর্থহীন পোস্ট দিয়ে মজা নিচ্ছে !! আপনাদের মতে,রেটিং পদ্ধতির অপব্যবহারের কারনে আপনারা প্লাস/মাইনাস রেটিং উঠিয়ে দিলেন,কিন্তু যেটি আপনারা করলেন না,তা হচ্ছে ব্লগের ব্লগারদের সাথে এই ব্যাপারে একটি পূর্বালোচনা। ব্লগের সব ব্লগারই মাল্টি নিকের দৌরাত্ম্য সম্পর্কে জ্ঞাত এবং বিরক্ত।

কিন্তু অর্থহীন পোস্টের ক্ষেত্রে সবাই একমত,মাইনাস রেটিং । এখন সবাই কি করবে?? আপনাদের মতানুযায়ী অংশগ্রহন(!!!) করবে মন্তব্যের মাধ্যমে ...... কিভাবে ??? ''আপনাকে মাইনাস দিলাম'' ''জুতা সহকারে মাইনাস'' কি হাস্যকর !!! মাইনাস দেওয়ার উপায় বা ক্ষমতাই নেই,বলতে হচ্ছে মাইনাস দিলাম !!! ছোটবেলায় খেলতে গিয়ে আমরা বাচ্চারা যেভাবে আরেকটা বাচ্চাকে কাগজ ধরিয়ে বলতাম ,'' এই নাও ১০০০ টাকা,চকলেট কিনে রাখবে !!! '' কয়েকটি মাইনাস কোন ব্লগারকে লেখায় কিভাবে লেখায় নিরুৎসাহিত করে,তা বোধগম্য হলোনা, আর গন্ডাখানেক মাইনাস যদি কোন পোস্টে জোটে,তবে মডারেটর..............আপনারই ভাবার অবকাশ আছে,কেন এত মাইনাস একটা পোস্ট পায়। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, বাংলাদেশের এক মডেল ও অভিনেত্রির কিছু কার্যকলাপ নিয়ে ব্লগে প্রচুর পোস্ট আসছিলো,আর ''লেবু কচলিয়ে ব্লগার তিতা '' করার কারনে সবাই সেখানে মাইনাস রেটিং প্রদান করছিলো। এখন ঐরকম পোস্ট আসলে আমরা কি আপনাকে রিপোর্ট করে জেরবার করে দেবো?? কয়টা রিপোর্ট দেখবেন আপনি?? শাহরুখের কনসার্ট বিষয়ক পোস্ট অথবা অপি আক্তার জাতীয় পোস্টে ব্লগাররা মাইনাস দিয়ে নিরুৎসাহিত করেছে,এখন?? আর ব্লগাররা যদি ''তোমরা সবাই কম্পিউটার নিয়া চিন্তা কর'' মো. জাকারিয়া দ্রষ্টব্য জাতীয় পোস্ট দেয় ,তবে তাদের নিরুৎসাহিত করবো কিভাবে?? জাকারিয়া সাহেব কিন্তু আমব্লগারদের মাইনাস রেটিং পেয়ে তার পোস্ট সরিয়েছেন,রিপোর্টে নয়......তাকে এবং আরও অনেককে ( যারা অভিনেত্রি/শাহরুখ/এমএলএম জাতীয় পোস্ট করেন..... ) এই ধরনের পোস্ট প্রদানে নিরুৎসাহিত করেছে মাইনাস রেটিং। আর যদি রিপোর্ট করতেই হয়,তবে আপনার নীতিমালার কোন ধারা অনুযায়ী আপনি এই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন?? এই জাতীয় পোস্টের সংখ্যা কিন্তু নেহাত কম না, খেয়াল করবেন।

ব্লগারদের সক্রিয় অংশগ্রহনের কথা বলেছেন, খারাপ লাগলে ব্লগার মন্তব্য করে তা জানান দিবেন। ভালোবক্তব্য , কিন্তু আমার পোস্টে যদি কেউ নেতিবাচক মন্তব্য করে,আর আমি যদি মুছে দেই??? সব ব্লগারদেরই তাহলে স্ক্রীনশট ব্যবসায়ী হয়ে উঠতে হবে তাহলে,একটি বিশেষ শ্রেনীর ব্লগারদের মত। লেখক আমার কমেন্ট মুছে দিলে আমি নিজেই তার প্রতিবাদ করে আরেকটি পোস্ট দেবো,এভাবেই প্রথম পেইজের মূল্যবান স্পেস নষ্ট হবে........ চলতে থাকবে ,চলতে থাকবে। এর সমাধান কি? আর একটা নতুন ''লাইক ''বাটন দিয়েছেন,যা সামহোয়্যারইন ব্লগের সাথে পুরোপুরি বেমানান (কেননা দুটি সম্পুর্ন ভিন্ন প্ল্যাটফর্ম। )।

নিজস্বতা বলে কিছুই নেই নাকি?? সবাই স্বীকার করে সামহোয়্যারইন ব্লগের উদ্ভাবিত ''ইমোটিকন''গুলোই অন্যান্য ব্লগের চেয়ে অনেক অনেক আকর্ষনীয়(আমার কাছে ইয়াহুর চেয়েও ভালো মনে হয় ) । আর আপনারা ফেইসবুকের লাইক বাটনটি যুক্ত করলেন!! এতে কি হলো?? আমরা আগেও ফেইসবুকে একটা পোস্ট শেয়ার করতে পারতাম,এখন এই বাটনের কাজও তো তাই !!নতুন বোতলে পুরনো মদ !! আমি এখন বসে বসে ''লাইক'' করি, আর ফেইসবুকের বন্ধুরা ''নিউজফিড''এ আমার অজস্র শেয়ার করা পোস্ট দেখে বিরক্ত হয়ে আমাকে প্রাইভেসী লিস্টে যোগ করুক, কি বলেন ?? নাহলে আমি লাইক করি আর ফেইসবুকে বসে রিমুভ করি, লাইক করি আর রিমুভ করি........ তাই না ?? আর তা না হলে, আমি এখন পোস্ট ভালো লাগলেও ফেইসবুকে ফিড-এর ভয়ে লাইক করাই ছেড়ে দেই!! অনেকের তো ফেইসবুক আইডি নেই,তাদের কি ফেইসবুক আইডি খুলতে এই ব্লগ উৎসাহিত করছে?? (কে জানে , মার্ক জুকারবার্গের সাথে সামহোয়্যারের মডারেটরদের কর্পোরেট গ্রাহকবৃদ্ধিকরন সমঝোতা হয়েছে কিনা,দেশ এগিয়ে যাচ্ছে,ভাবতে ভালই লাগছে !!!! ) শেয়ার করাই কি সামহোয়্যারে আমার মত প্রকাশের একমাত্র মাধ্যম ?? বাংলা ব্লগের সবচেয়ে বড় কম্যুনিটি ''সামহোয়্যারইন ব্লগ'' এখন ফেইসবুকের শেয়ার নিয়ে হিট বাড়াবে?? ফেইসবুক ছাড়া কি এই ব্লগ আজকের এই অবস্থানে আসেনি?? আমার কাছে ৫ তারা অথবা প্লাস/মাইনাস রেটিং পদ্ধতিই ভালো মনে হয়েছে,আমি রেটিং এর এই পদ্ধতির পুনরায় প্রবর্তনের পক্ষে। মাল্টিনিকের দৌরাত্ম্য এবং মাইনাস রেটিং এর অপব্যবহার নিয়ে আপনারা চিন্তিত,আমরাও। আমি মনে করি সকলের অংশগ্রহনেই ভালো ভালো ( অন্ততঃ বর্তমান ''লাইক'' পদ্ধতির চেয়ে ভালো) উপায় বের হয়ে আসবে। মডারেটর,আশা করি আপনার গৃহীত সিদ্ধান্ত আরেকবার বিবেচনা করবেন,এবং সত্বর........কেননা,সামহোয়্যারকে রেটিং ছাড়া কেমন যেন পানসে লাগছে,শেয়ারের ভয়ে প্রিয় লেখকদের লাইক করতেও পারছিনা........তথাকথিত ''লাইক'' ওরফে ''শেয়ার'' বাটনটি ফেইসবুকের বন্ধুদের বিরক্তির কারন হয়ে দাড়ায় না আবার !! যদি এই পোস্ট পড়ে থাকেন হে মডারেটর,তবে কষ্ট করে পড়ার ধন্যবাদ,তার চেয়ে বেশি খুশি হবো যদি আপনার কোন মতামত জানা যেত।

বি.দ্র. অনেক আগে,খুব ছোটবেলায় আমাদের স্কুলে আমরা বাচ্চা-কাচ্চারা দুইদলে ভাগ হয়ে ফুটবল খেলতাম,আর খেলায় যেই বাচ্চারা হারতো,তাদের কান্নাকাটিতে টিফিনের পর স্কুলে তিষ্ঠানোর কোনো উপায় থাকতোনা। টিচারদের প্রতিদিন হয় এই বাচ্চার কান্না থামাতে হতো,নইলে আরেকটা বাচ্চার। কিছু ছিলো ত্যাঁদড় প্রকৃতির বাচ্চা,যারা হেরে যাওয়া বাচ্চাগুলোকে আবার কয়টা গোল খেয়েছে,তা মনে করি্যে দিতে কখনোই ভুলতো না। ফল ???? আরো কান্না, টিচারদের কাছে আরো নালিশ !! অবশেষে বিরক্ত হয়ে টিচাররা টিফিনের পর খেলার ক্ষেত্রে নতুন নিয়ম করলেন ....... খেলা হবে,কিন্তু কোন গোলসংখ্যা হবে না ,সবাই জয়ী !!!এতে করে কেউ আর কান্না করবেনা,সবাই আনন্দের সাথে অংশগ্রহন করবে !!!!!!!! তবে খেলা করা বন্ধ করে দেওয়া হয়েছিলো কিনা ,তা স্কুল ছাড়ার পর জানা যায়নি। এই ঘটনার সাথে ব্লগের রেটিং পদ্ধতির উঠিয়ে দেওয়ার কোন মিল খুজতে যাবেন না কেউ .........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.