আমাদের কথা খুঁজে নিন

   

যাহার জন্য প্রযোজ্য -[উৎসর্গ ঃ রাগ ইমন ]-

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

একটা ভালো বাসা খুজতে খুজতে ব্লগে হাজির হয়েছেন রাগ ইমন ওরফে ইমন ভাই (এই তথ্য বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছি)। তার ব্লগের শিরোনামও 'ভালোবাসা', তবে তিনি এখানে টেকনিক করে ভালোবাসা'র মাঝে স্পেস দেন নাই !! আল্লাহপাকই জানেন এর কারন কি? ওনার জন্মদিন আজ, এই শুভদিনে কোন সহৃদয় ব্যাক্তি কি ওনার জন্য একটা ভালো বাসা খুজে বের করে দিতে পারবেন ? আগে থেকে কিছু বিষয়ে সাবধান থাকা ভালো, নইলে পরে আবার আমাকে দোষ দিবেন। উনি কিন্তু মাস্তান টাইপের মানুষ।

ব্লগে এসেই তিনি আমাকে সানটিং দিয়ে 2টা মন্তব্য রূপি ছড়া লিখেছিল, আমি কিছুটা ডর খাইছিলাম, এখনো সেই ভয় কাটে নাই। ভাইজানের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন আমাকে তেমন গনায়ই ধরে নাই, পরে আরো একদিন যখন দেখা হইলো সেদিন অবশ্য গনা দিছিল তবে ফাপরের উপর রাখছিল, কি কি ফাপর দিছিল সেটা বলা যাইবো না। ফাপর-টাপর, ঝাড়ি ...... যাই খাই না কেন ভাইজান কে কেন জানি ভালোই লাগে। পুরানো একটা নাটকের ডায়লগ মনে পড়ে গেলো ঃ- ''ভাইজানের মত মানুষ আমি জীবনেও....ও দেখি নাই, ঐ তুই দেখছোছ?" [মাথা নাড়িয়ে ভয়ে ভয়ে নিরব উত্তর - না] ইমন ভাই সমর্্পকে আরো কিছু বাড়তি তথ্য ঃ- # ইমন ভাই ..... মস্ত বড় কবিরাজ !! সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে। # তিনি ছন্দবাজ ও ..... খুব কম সময়ে ছন্দ মিলাতে পারে।

# ইমন ভাই একজন গুনী চাঁদাবাজ থুক্কু আড্ডাবাজ অনেকটা আমার মত # শুনেছি উনি ভালো রান্না করতে পারে (এখনো খাই নাই !! খেয়ে মার্ক দিব। ) # মাশাআল্লাহ ভাইজানের গানের গলা ভালো তবে একটু মেয়েলি টাইপের !! এটা কিছুনা বড় হলে ঠিক হয়ে যাবে। আপাতত 05টাই, বেশী দিয়া পরে মাইর খাওয়ার রাস্তা ক্লিয়ার করমু নাকি !! তবে স্টকে আরো আছে পরে ঝোপ বুঝে কোপ দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.