আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা ঝুলে আছে তীক্ষ্ণ কাঁটাতারে



স্বীকার করি আশাবাদী হওয়া সত্বেও মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ি ঝুর ঝুর চোরাবালির মতো ধসে যায় আমার স্বপ্ন ও স্ট্যামিনা একতাল কাদার মতো পড়ে থাকি শতভঙ্গুর মানুষের মতো মূল্যবোধ খাবি খায়, হিউম্যান রাইটস ধসে যায়, দেশপ্রেম টলে ওঠে স্বীকার করি আশাবাদী হওয়া সত্বেও অক্ষম আক্রোশ আমাকে তাড়া করে। কাছে-দূরে বেজে ওঠে বিউগল, সশস্ত্র বিপ্লব, ত্রিশলক্ষ ঝাঁঝরা বুক মাথা নুয়ে পড়া সম্ভ্রম, অসংখ্য অজস্র রক্তের নদী সবই কী বৃথা যাচ্ছে তবে? পাতি অজগর নিধনের পর ততোধিক বিশাল অজগর কি আসছে তেড়ে আমাদের সুজলা সুফলা বদ্বীপের দিকে? আমার ইন্দ্রিয়সমূহে কী এক অজানা নিউরণ উৎসবে মেতে ওঠে প্রাগৈতিহাসিক অন্ধকারে ঠোকর খেতে থাকে ইতিহাস নিধনের উল্লাস থরথর কাঁপে সমস্ত মানবাধিকার বুঠজুতোর নিচে পিষে আদিম আরম্ভের মতো জৈবিক মানুষ বিবর্তিত স্যাডিষ্ট মানুষে! স্বীকার করি আশাবাদী হওয়া সত্বেও নাছোড় ক্রোধ আমাকে থমকে দেয় কী বীভৎস! মনে হয়- একজন ফেলানীর মতো স্বাধীনতা ঝুলে আছে তীক্ষ্ণ কাঁটাতারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.