আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজ২৪ ব্লগের বেটা ভার্সন: পর্যালোচনা

আমার কথা
বিডিনিউজ২৪ নামে একটি নতুন ব্লগ চালুর খবর পেলাম কাল। তাই রেজিস্ট্রেশনের করলাম। ব্লগের চেহারা অনেকটা নিউজ পোর্টালের মত। কোনটা যে ব্লগ আর কোনটা যে নিউজ তা সহজে আলাদা করা যায় না। বামপাশে সাম্প্রতিক পোস্ট এ অনেক পুরনো পোস্ট শোভা পাচ্ছে।

নতুন কোন পোস্ট সেখানে দেখা যাচ্ছে না। ডান পাশে রয়েছে সর্বাধিক পঠিত এবং সর্বাধিক আলোচিত পোস্ট। এর ঠিক নিচেই রয়েছে সর্বশেষ মন্তব্য। দুটোর কোনটাই এখন পর্যন্ত নিয়মিত আপডেট হতে দেখিনি। সাম্প্রতিক পোস্ট এ নতুন কোন পোস্ট যোগ হচ্ছে না।

হতে পারে নতুন পোস্ট আসছে না। কিন্তু কাল রাতে আমি নতুন পোস্ট দিয়ে দেখেছি সেটাও সাম্প্রতিক পোস্ট এর তালিকায় যুক্ত হচ্ছে না। আর ঠিক এই মুহুর্তে নতুন কোন পোস্ট লেখাও যাচ্ছে না। এটা হতে পারে বেটা ভার্সনের জন্য। তবে তাদের আরো গুছিয়ে শুরু করা উচিত ছিল।

অনেকটা অগোছালো অবস্থায় চলছে এই ব্লগ। ঠিক মাঝ বরাবর রয়েছে ফটো পোস্ট। দেখে মনে হচ্ছে এগুলো কোন ব্লগ পোস্ট নয়। নিজস্ব ফটোগ্রাফার দিয়ে তোলা কিছু সাম্প্রতিক ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে এটি। আমার কাছে পুরো ব্যাপারটাই অগোছালো মনে হচ্ছে।

এর ঠিক নিচেই রয়েছে কিছু ভিডিও এবং অডিও লিংক। পুরো থিম টা এভাবে ফ্রন্ট লাইনে নিয়ে আসা ভাল মনে হয়নি। এতে করে পেইজ খুলতে সময় নিচ্ছে। কোন কোন পোস্ট এ গিয়ে দেখা যাচ্ছে কোন সময় উল্লেখ নেই । আবার কোন পোস্ট এ শুধু সময় আছে তারিখ নেই।

ব্লগের ঠিক উপরে ডান দিকে কীবোর্ড লে আউট সিলেক্ট করার অপশন রয়েছে। যা এখন পর্যন্ত অকার্যকর। স্টিকি পোস্ট এ শুধু হেডলাইন। গতকাল থেকে একই পোস্ট স্টিকি হয়ে আছে অথচ পড়েছেন মাত্র ৩৯ জন আর মন্তব্য ২টি। অথচ অন্য পোস্টগুলো এর চেয়ে বেশি বার পঠিত এবং মন্তব্যও অনেক বেশি।

ঠিক এই মুহুর্তে মাত্র ৪জন ব্লগার এবং ৪ জন অতিথি ভিজিটর আছেন ব্লগে। ব্লগটি এখনো বেটা ভার্সনে আছে। আশা করছি সব কিছু ঠিক করে নিয়ে ভালোভাবেই চলবে এটি। শুভ ব্লগিং।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.