আমাদের কথা খুঁজে নিন

   

টিয়া পাখি উড়ে আয়

There are so many things to say but word is so much limited. So better to skip. টিয়া পাখিটার মন খারাপ দাদুর মামলার কাল রায়, ফাঁসি নাকি যাবজ্জীবন প্রান করে হায় হায়! দাদু তো নয় মেশিনম্যান ভীষণ পাওয়ার তার, আঠারো আর তরুন যুবা তারাও মানে হার। লইট্যা ফিস আর গরম ভাত দাদুর ভীষণ প্রিয়, ফাঁসি দিলে মরার আগে এটাই খাইতে দিও। দাদু বলে, টিয়া পাখি আয় তুই উড়ে, মরে গেলেও তুই কি পাখি মিস করবি মোরে? টিয়া বলে, নাগো দাদু শুনো কথা খাঁটি, তুমি মরলে পাকিস্তানে দিব তোমার মাটি। হইবা যদিও টিয়া পাখি ভালো মন্দ বুঝি, তোমার মতো রাজাকারের ফাঁসির রায়-ই খুঁজি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।