আমাদের কথা খুঁজে নিন

   

একটি রাজনৈতিক অর্থশাস্ত্রের ধাঁধা ঃ ঊনবিংশ শতাব্দীর পুজিবাদ বনাম একবিংশ শতাব্দীর পুজিবাদ।


ঊনবিংশ শতাব্দীতে পুজিবাদী পিরামিড ঃ একবিংশ শতাব্দীতে পুজিবাদী পিরামিড ঃ বলুন তো তাফাৎ টা কোথায়????????? মিডিয়া ************************************************* ১৯১৭ সালের ডিসেম্বর মাসে ১ ম বিশ্বযুদ্ধ চলা কালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী David Lloyd George এর সাথে Manchester Guardian এর সম্পাদকের কথোপকথন কালে , তিনি বলেন....... '' জনগন যদি আসলেই সত্য জানতে পারে ....তবে আগামী কালই যুদ্ধ থেমে যাবে। কিন্তু অবশ্যই, তারা তা জানে না এবং তা জানতে পারে না। '' ("If people really knew the truth,...............the war would be stopped tomorrow. But of course they don't know, and can't know.") বিংশ শতাব্দির সূচনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যখন এই সত্য ভাষণ করেন , তখন সংখ্যা গরিষ্ঠ জনগণ সংবাদ মাধ্যম বা মিডিয়ার সংস্পর্শ থেকে অনেক দূরে ছিল। বিজ্ঞান ধ্রুত বিকাশ একবিংশ শতাব্দিতে জনগণ কে মিডিয়ার খুবই নিকটে এনে দিয়েছে। কিন্তু তবু্ও কেন যুদ্ধ থামে না।

!!!!!!!!!! তবু্ও কেন মানবতার চরম ভাবে ভু- লুন্ঠিত হতে দেখেও মানুষ নিরব নিঃস্পৃহ থাকে। !!!!!!!!!!! আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর নায়ক জেনারেল David Petraeus তার প্রণতি ''US Army manual on counterinsurgency'' তে আফগানযুদ্ধ ব্যাখা করেছেন............ '' মানুষের অনুভুতির যুদ্ধ......যাকে অব্যহত গতিতে পরিচালনা করা হচ্ছে সংবাদ মাধ্যম কে ব্যবহার করে। '' (war of perception... conducted continuously using the news media) ************************************************** গতকাল ১২ ডিসেম্বর ২০১০ চট্টগ্রাম ই পি জেড-এ পাখির মত গুলি করে শ্রমিক হত্যা করা হল। তাদের অপরাধ তারা তাদের প্রতি করা মজুর-বৈষমের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। মিডিয়া স্বীকার করেছে............ ''অন্তত ৩ জন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছে।

গুলিবিদ্ধ হয়েছে আরও অনেক শ্রমিক। আহত হয়ে হাসপাতালে ভর্তি কয়েক শত। পুলিশ ৫০০ শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করেছে। ততক্ষণাৎ ৩ হাজার শ্রমিকের নামে মামলার হুলিয়া জারি। '' দৈনিক প্রথম আলোর প্রতিবেদন......... ''দুপুর ১২টার দিকে সল্টগোলা মোড় থেকে দলীয় কর্মীসহ মিছিল নিয়ে ঘটনাস্থলের দিকে যেতে থাকেন সাংসদ এম এ লতিফ।

এ সময় ভ্যানে করে একের পর এক আহত শ্রমিককে নিয়ে যেতে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। '' ............পাষন্ড নেতা ও কেঁদেছেন........... লোক দেখনোর জন্য হলেও। তবু্ও আমরা নিস্পৃহ । সারা দিন চারপাশের সভ্য মানুষ নামের জীবগুলোর প্রতিক্রিয়াহীন বিচরণ, আমার মনে প্রশ্ন জাগিয়েছে ...কিভাবে এক রকম ভাব- লেশহীন মানুষ সৃষ্টি সম্ভব???????????? এক মাত্র উত্তর 'মিডিয়া'। আসুন আজ দি ডেইল স্টারে প্রকাশিত নিচের ছবিটি দেখি..... এটা আমাদের মনোজগতে কিভাবে ক্রিয়া করে।

ছবির শিরনাম ''Unrest For Pay-Hike '' এই ছবি আপনার মন জগতে কি ধারণা তৈরি করে ??????????? The War You Do Not See এর নির্মাতা প্রখ্যাত সাংবাদিক John Pilger একটি উক্ত দিয়ে শেষ করবো...... ''..........they plan a state of permanent conflict wholly dependent on keeping at bay an enemy whose name they dare not speak: the public.''
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.