আমাদের কথা খুঁজে নিন

   

চলতি বছর অন্ত



চলতি বছর অন্তত রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির চিন্তা করছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা বৈঠক করেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, শনিবার এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার দেশের তিনশ ১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করা সম্ভব হয়নি।

তবে রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রক্রিয়া শুরুর সর্বাত্মক চেষ্টা করছে সরকার। রাজধানীর খ্যাতনামা বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। নভেম্বর মাসেই সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রণয়ন করবে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি। মাউশি’র মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ জানান, ব্যক্তিগতভাবে তিনি প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা উচিত বলে মনে করেন। কারণ এতে বাচ্চাদের ওপর মানসিক চাপ কমবে।

তিনি বলেন, গত বছরই প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা হয়নি। এবার এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। বর্তমানে রাজধানীর প্রিপারেটরি হাইস্কুল, হারম্যান মেইনার হাইস্কুল, হলিক্রস হাই স্কুল, ওয়াইডব্লিউসিএ’তে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। চলতি বছর রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও এ পদ্ধতিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।