আমাদের কথা খুঁজে নিন

   

চলতি পথে

কিছু কথা কিছু গান

আমার পথ চলার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এ রকম অভিজ্ঞতা আপনারও থাকতে পারে। চিত্র-১ ভাই খালি গাড়ি উঠেন ভাই। সবাই গাড়িতে লোকভর্তি দেখছে তবু কাউন্টারম্যানের কথায় গাড়িতে উঠে যাচ্ছে। উঠার পর বাসের চালক/কন্ডাক্টরকে বাপ-বাপান্ত করা শুরু।

এরপর দাঁড়ানো যাত্রিদের মধ্যে বচসা শুরু। 'আরে ভাই দেইখা পা রাখবেন না'- আরেক জন -কই রাখমু,আপনের মাথায় তৃতীয় যাত্রী-ভাই বাসে উঠলে একটু ঢেস-ঢুশ লাগবই ৪র্থ যাত্রী-এত সমস্যা হইলে বাসে না উইঠা প্লেনে চরলেইত পারে। এবার ১ম যাত্রী-মুখ সামলে কথা বল্বেন,আমি কি করব আর কি করবনা আপনার কাছে কি শিখতে হবে? এর মধ্যে এক যাত্রী বলে উঠল ভাই তো ঠিকই বলেছে,সে এত কথা বলবে কেন? এ নিয়ে শুরু হল যাত্রীদের মধ্যে কথা-কাটাকাকাটি। একজন আরেকজনকে দেখে নেবে এই হুমকি দেয়া শুরু হয়। তবে মজার বিষয় হল -সবার অই হম্বি-তম্বির মধ্যেই শেষ।

সারমর্ম হল আমরা না বুঝে কথা বলি,নিজেদের শক্তি ক্ষয় করি। চিত্র-২ রাস্তার রাজা মোটর সাইকেল ইদানিং রাস্তার যানজটের সুবাদে বেশির ভাগ মোটর সাইকেল ফুটপাত দিয়ে চলাচল শুরু করেছে। ফুটপাতে চলতে এদের খপ্পরে পরেনা এমন মানুষ কমই পাওয়া যাবে। পরিবেশ বিপর্যয়ের কারনে অনেক সময় জলের মাছ যেমন ডাঙ্গায় উথে আসে তেমন অবস্থা হয়েছে মোটর সাইকেল আরোহীদের। এ নিয়ে অনেক সময় পথচারিদের সাথে ঝগড়া-বিবাদও লাগে।

সারমর্ম-আমাদের কাণ্ডজ্ঞান কম বলে প্রতিয়মান হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।