আমাদের কথা খুঁজে নিন

   

নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী ও গ্রামিন ব্যাংক ।

হ্নীলার বাঁধন

আমাদের ইউনুস সাহেব নিয়ে সম্প্রতি পে প্রতিবেদন প্রকাশ করেছে নরওয়ে তা সত্যি এবং অনেক আগেই বুঝতাম ইউনুস সাহেবের প্রতিষ্ঠানটি নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী বৈ আর কিছু নয় । যারা দরিদ্র যাদের কিছুই নেই তাদের কিভাবে শোষন করা যায় এ নিয়ে তার গভেষনা । পত্রিকার পাতায় যখন খবর আসে ঋনের টাকা শোধ করতে না পারায় ঘরের চাল খুলে নিয়েছে । আমি বা আমরা তো এটাকে একটি খবর হিসেবে নিয়েছি কিন্তু যে আজ রাত্রে নিজের ঘরে খোলা আকাশের নিচে রাত কাটাবে তার মনের অবস্হা কখনো কল্পনা করিনা । ঋনের টাকা শোধ করতে না পারায় আত্মহত্যার ঘটনাও পত্রিকায় পড়েছি ।

মানুষ কতটা কষ্ট পেলে আত্মহত্যা করে ? আমাদের মাঝে কিছু শুশিল সমাজ আছে যারা এই সব দেখে বুঝে কিন্তু তাদের চোখে পর্দা আঁটা । গ্রামিন ফোনেক কথা নাই বললাম । কত টাকা যে দেশ থেকে পাচার হয়েছে তা উপরওয়ালাই জানে । দেশে অনেকগুলো মীরজাফর রয়েছে যারা পাবলিক সেনসিটিভ কিছুকে নিজেদের ঢাল হিসেবে ব্যবিহার করে পরোক্ষভাকে দেশের ক্ষতি করছে । এ থেকে দেশকে যদি উদ্ধার করা না যায় তাহলে আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি কখনো উন্নতি হবেনা ।

আমাদের দেশকে ভালবাসতে হবে । অন্ধ রাজনীতি পরিহার করতে হবে । আমি ছাত্রলীগ করি বলে ছাত্রলীগের সব পাপ মাপ এই হলে কি আমরা কখনো উন্নত হতে পারব ? আমি আর কখনো গ্রামিন সীম ব্যাবহার করব না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।