আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশঃ আমি যার শত্রু!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

সব লেখারই দুটি উদ্দেশ্য থাকে একটা হলো শোধন করা আর অন্যটা বর্ণনা করা। আমার লেখার উদ্দেশ্যে হলো শোধন করা। আমি মনে করি দেশের সৌন্দর্য্য বর্ণনা করার সময় এখনো আসেনি। বাংলাদেশে বসে রবীন্দ্র সংগীত শুনার সময় এটা নয়, শুনার জায়গাও ওটা নয়। রবীন্দ্র সংগীত শুনতে হয়ে স্বর্গ বসে বাংলাদেশ নরক।

এই নরককে স্বর্গে পরিণত করতে হাতুড়ি মার্কা গান দরকার। নচিকেতার গান। আমাদের নকুল কুমারের গান! বাংলাদেশের অনেক সমালোচনা করি আমি। কারণ আমার দেশকে ভালো দেখতে চাই আমি, সুন্দর পরিপাটি দেখতে চাই, বিশ্বের এক নম্বর দেশ হিসেবে দেখতে চাই। সমালোচনা না করলে ভুল ধরিয়ে না দিলে ভুলের মাঝেই গোল খাবে সারাটা জীবন।

অনেকে দেশকে ভালোবাসে তার মায়ের মতো আর আমি দেশকে ভালো বাসি আমার সন্তানের মতো আমার একমাত্র মিষ্টি মেয়েটির মতো। মায়ের মতো ভালোবাসলে ভুল ধরা যায় না। মূর্খ্য জননী যা বলে তাই মাথা পেতে নিতে হয়। যারা ভূল ধরিয়ে দেয় তারা বন্ধু, শুভাকাঙ্খী। যারা দেয় না তারা ভালো চেয়েও ক্ষতি করে।

আমার মনে হয় জাতীয় সংগীতটা এখন পাল্টানো দরকার। "আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি" এর চেয়ে " ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা..." অতুলণীয়। সময় এসেছে ভাবার, ভাবুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.