আমাদের কথা খুঁজে নিন

   

তাঁর কথা

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

১ আমাকে দেখে তিনি আর মুখ ফিরিয়ে নেন না আগের মতো, কেননা, আগের মতো তাঁর সদর দরজায় আর হাঁটা হয় না ২ তিনি হারিয়ে যেতে ভালোবাসতেন, কিংবা দীর্ঘ জলডুবে ঘুমিয়ে থাকতে; তারপর আকস্মিক জেগে উঠে শুধাতেন, 'এখন কি লেখেন না?' অস্ফুট 'না'তে রহস্যময় ভঙ্গিতে ওষ্ঠে ফোটাতেন স্মিতহাস্য। 'লিখবেন।

অন্তত আমার জন্য হলেও। ' বলতে বলতে ক্রমশ হয়ে উঠতেন অদৃশ্যমান, এবং এক ফুৎকারে উধাও হয়ে গেলে কয়েক টুকরো শব্দ বাতাসে ভেসে বেড়াতো আমার চারপাশে। তিনি জানেন, আমি লিখি। আমি জানি, তিনি তা পড়েন না। তিনি জানেন, আমার একটা আরাধনা ছিল।

আমি জানি, লুকোচুরি তাঁর খুব প্রিয় খেলা। আমরা দুজনই জানি- আমাদের কোনও গন্তব্য নেই, ছিল না। এ করেই প্রতিদিন ঘটে যৎসামান্য লেখার সূচনা। ৩ আমি দূরে সরে যেতে চাই নি কোনওদিন, তুমিই সরে গেলে তুমিই ভুলে গেলে চিরতরে, সবকিছু নিয়ে গেছো, যেতে যেতে পথের মর্মরে সোনা ও ধুলোবালি সবই গেছো ফেলে ৪ নারীরা এসেছিল, কেউ থাকে নি; দুঃখ দিয়ে চলে গেছে, একে একে। দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা।

ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.