আমাদের কথা খুঁজে নিন

   

সামরিক শক্তিতে কে কত এগিয়ে ....

আমি আর বি জে টি খামু না

সাম্প্রতিক কোরিয়ান সীমান্তে উত্তেজনা এবং আমেরিকার নাক বারাবারির দরুন ভাবলাম সামরিক শক্তি তে কে কত এগিয়ে তা একটু গবেষণা করি ...তো গবেষণা করতে গিয়ে যা দেখলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল |...বিশেষত বাকি দেশ গুলোর তুলনায় আমাদের অবস্থান দেখে...। বর্তমানে সামরিক শক্তির দিক থেকে সব চেয়ে এগিয়ে আমেরিকা...। তারা বছরে ৬২৩,০০০,০০০,০০০ ইউ এস ডলার ব্যয় করে...যা ২য় সর্বোচ্চ ইংল্যান্ড থেকে ১০ গুন বেশি অঙ্কটা দেখে মাথা ঘুরায় পরে যাই যাই অবস্থা। বাংলাদেশ এর তুলনায় প্রায় ৬৬৪ !!!! গুন …বুঝাই যাই সব কিসু তে এত নাক গলায় কেন তারা...। মিলিটারী সৈন্য সংখ্যার দিক দিয়ে সব চেয়ে এগিয়ে রাশিয়া।

তাদের প্রায় ২,০০০,০০০০ সৈন্য হাওয়া খায়...মানে বসে থাকে। এক্টিভ সৈন্য ১০ লক্ষ্। বাংলাদেশ এ রক্ষিত কোন সেনাবাহিনী নেই... .. সৈন্য সংখ্যা ১ লক্ষ এর মতো। সবাই বুঝতেই পারছেন আমাদের অবস্থান কোথায়। ।

করার কিছু নাই ভাই...যাই হোক এ সব তথ্য ওয়েবসাইট ভেদে ভিন্ন হতে পারে...এক আমেরিকান ওয়েবসাইট এ ইরান কে সর্ববৃহত সেনাবাহিনী বলা হয়েছে...(সবার দৃষ্টি আকর্ষন এর জন্য হতে পারে )…যাই হোক এইটা আমার ১ম সিরিয়াস পোস্ট...। এতোই সিরিয়াস ছিলাম যে দেখলাম, গোসল করে এসে ট-শার্ট টি উল্টা পরেছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.